ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইশতেহার ঘোষণা করেই আজ থেকে প্রচারে লিটন, প্রস্তুতি নেই বুলবুলের

প্রকাশিত: ০৫:৫৬, ১০ জুলাই ২০১৮

ইশতেহার ঘোষণা করেই আজ থেকে প্রচারে লিটন, প্রস্তুতি নেই বুলবুলের

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে এককাট্টা হতে শুরু করেছে বিভিন্ন শ্রেণীগোষ্ঠী। এরইমধ্যে রাজশাহীতে বসবাসরত চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি এবারের সিটি নির্বাচনে নৌকার পক্ষে মাঠে থাকার জন্য অঙ্গীকার করেছে। আগেই জাতীয় পার্টি যোগ দিয়েছে। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠন আলাদা আলাদা সভা-সমাবেশ করে লিটনের পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। রাজশাহীতে বসবাসরত হিন্দু কমিউনিটিও রয়েছে লিটনের পক্ষে। সর্বশেষ সোমবার রাজশাহী দলিল লেখক সমিতিও একাত্মতা প্রকাশ করেছেন। এছাড়া ব্যবসায়ী মহল, আইনজীবী সমিতি ছাড়াও বিভিন্ন পেশাজীবীরা যুক্ত হচ্ছে লিটনের পক্ষে। তবে এখন পর্যন্ত বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুুলবুলের পক্ষে শুধু দলীয় নেতাকর্মীদের একটি অংশ ছাড়া কোন পেশাজীবী সংগঠন সেভাবে আওয়াজ তোলেনি। আজ মঙ্গলবার থেকে ভোটের মাঠে আনুষ্ঠানিক প্রচার শুরু হলেও তেমন প্রস্ততি নেই বুলবুলের। তবে এ ক্ষেত্রে অনেক অগ্রসর হয়েছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ আনুষ্ঠানিক প্রচারের শুরুর দিনেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন লিটন। এরপরেই প্রচারে নামবেন তিনি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বুলবুলের পক্ষে এখন পর্যন্ত কোন নির্বাচনী ইশতেহার প্রস্তুতই হয়নি। দলীয় সূত্র জানায়, মেয়র নির্বাচিত হলে রাজশাহীর মানুষের জন্য কী কী করতে চান তা জানাতে ইতিমধ্যে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করে ফেলেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। উন্নয়নের বার্তা আর স্বাস্থ্যসম্মত তিলোত্তমা নগরী গড়ার প্রতিশ্রুতি থাকবে মেয়র প্রার্থী লিটনের এবারের ইশতেহারে। কিন্তু এ ক্ষেত্রে পিছিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। এখনো নির্বাচনী ইশতেহার প্রস্তুত করতে পারেননি এই সদ্য সাবেক মেয়র। তবে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হলেও খুব বেশি উন্নয়নের বার্তা থাকবে না বলে দলীয় সূত্রে জানা গেছে। দুই প্রার্থীর নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। নির্বাচনী ইশতেহারের ব্যাপারে জানতে চাইলে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আমাদের ইশতেহার এখনো প্রস্তুত হয়নি। এ নিয়ে এখন কথা বলতে চাই না। শুধু প্রতিশ্রুতি দিলেই তো হবে না, বাস্তবায়ন করতে হবে। সেগুলো বিবেচনায় নিয়েই ১৪ জুলাইয়ের পর আমি আমার ইশতেহার ঘোষণা করব। তবে খায়রুজ্জামান লিটনের ইশতেহার প্রস্তুতের কথা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি বলেন, প্রায় শতাধিক দফার নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছে নগর আওয়ামী লীগ। আজ মঙ্গলবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইশতেহার প্রকাশ করা হবে। ইশতেহারে রাজশাহী নগরীতে পাঁচ তারকা হোটেল, ক্রিকেট ভেন্যু, কৃষি বিশ্ববিদ্যালয়, হার্ট ফাউন্ডেশন, এক লাখ বেকারের কর্মসংস্থানসহ নানা বিষয় গুরুত্বের সঙ্গে থাকবে। ইশতেহার ঘোষণার পরই নির্বাচনের আনুষ্ঠানিক মাঠে নামবে আওয়ামী লীগ ও শরিক দলগুলো। এদিকে গত নির্বাচনের ইশতেহার বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে সদ্য সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, পাঁচ বছরের মধ্যে দায়িত্ব পালন করেছি মাত্র ২২ মাস। এই সময়ের মধ্যেই নির্বাচনী ওয়াদার ৮০ শতাংশ পূরণ করেছি। রাজনৈতিক প্রতিহিংসা না থাকলে সব প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা সম্ভব হতো। তবে নগরীর উন্নয়ন না হওয়ায় বুলবুলের ব্যর্থতা আছে বলে মনে করেন নগরবাসী। তাদের মতে, দলীয় কর্মকা-ের কারণেই তাকে জেল খাটতে হয়েছে, বরখাস্ত হতে হয়েছে মেয়রের পদ থেকে। এদিকে নির্বাচনী ইশতেহার নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বর্তমান নগরীর পরিসর ৭৫ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে অন্তত ৩৫০ বর্গকিলোমিটার করতে চাই। রাজশাহী মহানগর পুলিশের নতুন ১২টি থানা এলাকা নিয়ে আমরা সিটি কর্পোরেশনের নতুন এলাকা ঘোষণা করতে চাই। তাহলে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে। ‘পরিকল্পিত আবাসিক এলাকা নির্মাণ, বড় বড় রাস্তা, লেক, খেলার মাঠ, দর্শনীয় স্থান, বিনোদনমূলক জায়গা, সাংস্কৃতিক এলাকা- সবকিছু মিলিয়ে একটি চমৎকার শহর গড়ে তুলতে চাই। রাজশাহীকে সিঙ্গাপুর, কুয়ালালামপুরের মতো এশিয়ার মধ্যে একটি অন্যতম বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই।’ এমনটাই বলেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন। এবারের নির্বাচনে সাধারণ ভোটারদের মধ্যেই লিটনের পক্ষে ‘ফ্লো’ উঠেছে। সাধারণ ভোটারদের বক্তব্য আওয়ামী লীগ বা বিএনপির প্রার্থী বলে কথা নয়, যিনি জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন, তাকেই মেয়র নির্বাচিত করবেন বলেই জানান। এ ক্ষেত্রে তাদের কাছে লিটনই পরীক্ষিত। রাজশাহী নগরীর অটোরিক্সাচালক আফজাল হোসেন বলেন, দেখে, শুনে, বুঝে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তিনি। লিটনের কুশল বিনিময় অব্যাহত ॥ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থী লিটনের কুশল বিনিময় অব্যাহত রয়েছে। সোমবার দুপুরে তিনি রাজশাহী নগরীর সবজি, মাছ, মাংস ও মুরগি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় এ কুশল বিনিময় করেন তিনি। কুশল বিনিময়ের সময় সবার কাছে দোয়া কামনা করেন খায়রুজ্জামান লিটন। পরে তিনি রাজশাহীর দলিল লেখক সমিতির নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া বিকেলে তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। বুলবুলের শঙ্কা ॥ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর ঠিক আগমুহূর্তে ভোটের মাঠে টিকে থাকতে পারা নিয়ে শঙ্কায় রয়েছেন মোসাদ্দেক হোসেন বুলবুল। তার দাবি, খুলনার মতো রাজশাহীতেও ভোটের আগেই সিটি কর্পোরেশন এলাকার নেতাকর্মীদের মাঠছাড়া করা হতে পারে। বুলবুল বলেন, এরই মধ্যে তাদের নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে পুলিশ। কোন মামলা কিংবা অভিযোগ ছাড়াই তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন বুলবুল। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বৈঠকে ছিলেন নুরুল ইসলাম ও আমিনুল। এতে আমিনুল বক্তৃতাও করেছিলেন। তাদের বিরুদ্ধে থানায় কোন মামলা নেই, অথচ আটক করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের মাঠছাড়া এবং নির্বাচনী প্রচার শুরুর আগেই ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন বুলবুল। মেয়রসহ চার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ॥ রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার পর্যন্ত একজন মেয়র এবং চারজন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরই আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। নেতাকর্মীদের গণ গ্রেফতার বন্ধে বিএনপির আবেদন ॥ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশী হয়রানি বন্ধ ও প্রশাসনিক অপতৎপরতা বন্ধ ও গণগ্রেফতার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল রাজশাহী জেলা রিটার্নিং অফিসার বরাবর এ সংক্রান্ত একটি অভিযোগপত্র দাখিল করেছে।
×