ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলন নেতা রাশেদ দুই মামলায় ১০ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৪৫, ৯ জুলাই ২০১৮

 কোটা সংস্কার আন্দোলন নেতা রাশেদ দুই মামলায় ১০ দিনের রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ সরকারী চাকরির কোটা সংস্কার আন্দোলনের নেতা মোঃ রাশেদ খানকে দুই মামলায় দশ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তথ্য প্রযুক্তি আইনের মামলায় গত ২ জুলাই রাশেদকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ড শেষে গতকাল রবিবার আদালতে হাজির করে আবার দশ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ পুলিশ পরিদর্শক সজীব উজ জামান। ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাশেদকে রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসা ও গাড়ি ভাংচুরের মামলায়ও গতকাল রাশেদকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায়ও রাশেদকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা। এই আবেদনের শুনানিও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে শুনানি হয় এবং আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
×