ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরমাণু সমঝোতা রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ॥ লাভরভ

প্রকাশিত: ০৪:৪১, ৭ জুলাই ২০১৮

  পরমাণু সমঝোতা রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ॥ লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে তার দেশ। যুক্তরাষ্ট্র এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর শুক্রবার ভিয়েনায় বাকি পাঁচ দেশের কর্মকর্তারা যখন বৈঠকে বসেছেন তখন লাভরভ একথা বললেন। খবর ওয়েবসাইটের। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং তেহরানের ওপর সর্বোচ্চ পর্যায়ের কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। ট্রাম্পের এ ঘোষণার পর চীন-রাশিয়াসহ ইউরোপের গুরুত্বপূর্ণ সব দেশ এর বিরোধিতা করছে। এসব দেশ বলছে, বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য পরমাণু সমঝোতা রক্ষা করা জরুরী। এসব দেশ পরমাণু সমঝোতা রক্ষার জন্য নানা প্রচেষ্টা চালাচ্ছে। ইরান আফগানিস্তানের তালেবানকে প্রশিক্ষণ দিচ্ছে বলে ব্রিটিশ দৈনিক টাইমস যে দাবি করেছে তার প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, ইরানের পক্ষ থেকে তালেবানকে প্রশিক্ষণ দেয়ার কোন দলিল বা প্রমাণ নেই। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার রাতে মস্কোয় এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, পশ্চিমা গণমাধ্যমের পক্ষ থেকে তালেবানকে প্রশিক্ষণ দেয়া সংক্রান্ত ভিত্তিহীন খবর প্রকাশের ঘটনা এই প্রথম নয়। এখন পর্যন্ত এসব গণমাধ্যম তাদের দাবির পক্ষে কোন দলিল বা প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে উল্লেখ করেন জাখারোভা। তিনি বলেন, এ ধরনের অভিযোগ শুধু ইরানের বিরুদ্ধে নয় এর আগে রাশিয়াসহ আরও কিছু দেশের বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটেন এ ধরনের ভেল্কিবাজি দেখিয়ে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর পরাজয়কে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এ ধরনের অভিযোগ আফগান সঙ্কট সমাধানের প্রকৃত প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। সম্প্রতি ব্রিটিশ দৈনিক টাইমস দাবি করেছিল, ইরানের মাটিতে আফগানিস্তানের তালেবান জঙ্গীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বুধবার কাবুলের ইরান দূতাবাস এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে।
×