ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ মাগুরা পৌর মার্কেট ভেঙ্গে ফেলা হচ্ছে

প্রকাশিত: ০২:৫৮, ৭ জুলাই ২০১৮

  ঝুঁকিপূর্ণ মাগুরা পৌর মার্কেট ভেঙ্গে ফেলা হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ নির্মাণ ত্রুটি, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে মাগুরা পৌরসভার মালিকানাধীন ঝুঁকিপূর্ণ মার্কেট ভেঙ্গে ফেলা হবে । দ্রুত এসব ভবন ত্যাগ করার জন্য পৌরসভা ব্যবসায়ীদের নোটিস দিয়ে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাগুরা শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী এলাকায় তিন তলা ও এবং জুতাপট্টিতে দ্বিতলা মার্কেট ১৯৯৪ সালে নির্মাণ করে মাগুরা পৌরসভা । এসব ভবনে এক ও দ্বিতীয় তলায় দুই শতাধিক ব্যবসায়ী দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছেন। তৃতীয় তলা ভাড়া নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন তাদের অফিস স্থাপন করেছে। পৌরসভার মালিকানাধীন এ মার্কেটগুলো নির্মাণ ত্রুটি, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে দুই দশক যেতে না যেতেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের মূল আরসিসি কলাম, ছাদ ও সিঁড়ির বিভিন্ন স্থানে ব্যাপক ফাটল দেখা দেয়। ছাদসহ অধিকাংশ জায়গা থেকে বালু, খোয়া ভেঙ্গে পড়তে থাকে। জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছিলেন। এ অবস্থা চলতে থাকলে ভবন ধসে শত-শত মানুষের প্রাণহানির ঘটনা ঘটবে এই আশঙ্কায় পৌরসভা ঝুঁকিপূর্ণ নোটিস দিয়ে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে । এই মার্কেট ভাঙ্গা হবে বলে জানা গেছে। মাগুরা জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান বলেন , নির্মাণ ত্রুটি, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে দুই দশক যেতে না যেতেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এই মার্কেটগুলো ভেঙ্গে ফেলতে হচ্ছে । সেই সময়ের পৌর পরিষদের মেয়রসহ সংশ্লিষ্টরা, প্রকৌশলীসহ যারা নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে পৌরসভার মামলা করা উচিত। মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল বলেন , এদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
×