ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বউ-শ্বশুরের কারাদণ্ড

প্রকাশিত: ০৫:১৩, ৬ জুলাই ২০১৮

বউ-শ্বশুরের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ জুলাই ॥ জেলার পাকুন্দিয়ায় মাদক বিক্রির দায়ে শ্বশুর ও ছেলের বউকে দেড় বছর করে বিনাশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দ-াদেশ দেন। দ-িতরা হলো- উপজেলার এগারোসিন্দুর খামা আমতলার আব্দুল মান্নান (৭৩) এবং তার পুত্রবধূ রাজিয়া আক্তার। আব্দুল মান্নান খামা আমতলার মৃত আব্দুছ ছোবহানের ছেলে এবং রাজিয়া আক্তার আব্দুল মান্নানের ছেলে আবু হানিফের স্ত্রী। এক শ’ শিক্ষার্থী পেল বাইসাইকেল স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদর উপজেলার ১০০ শিক্ষার্থী পেল বাইসাইকেল। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস শিক্ষার্থীদের এই বাইসাইকেল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান। সদর উপজেলা উন্নয়ন তহবিল থেকে ১০টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ শ’ শিক্ষার্থীকে বাছাই করে এই বাইসাইকেল প্রদান করা হয়। মাধ্যমিক স্তরের দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল প্রদানের কর্মসূচী প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, স্বল্প দূরত্বের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ যানবাহন হিসেবে বাইসাইকেল খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী।
×