ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে মার্কিন সামরিক কমান্ডার আটক

প্রকাশিত: ০৩:৪৯, ৩ জুলাই ২০১৮

ইয়েমেনে মার্কিন সামরিক কমান্ডার আটক

যুক্তরাষ্ট্রের সামরিক কোম্পানি ব্ল্যাক ওয়াটারের একজন কমান্ডারকে আটক করেছে ইয়েমেনের আনসারুল্লাহ গ্রুপ। ওই কমান্ডার সংযুক্ত আরব আমিরাতের হয়ে ইয়েমেনীদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের গণমাধ্যম সোমবার এ খবর দিয়েছে। খবর ওয়েবসাইট। টুইটারে এ খবর ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, ইয়েমেনের বিরুদ্ধে অভিযানে সহযোগিতা করতে মার্কিন ব্ল্যাক ওয়াটার কোম্পানি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি সই করেছে। এই চুক্তির ভিত্তিতেই মার্কিন কমান্ডার ইয়েমেনে ঢুকেছিল। শীঘ্রই আটক মার্কিন কমান্ডারের ভিডিও প্রকাশ করা হবে বলে খবর বেরিয়েছে। আরব আমিরাত ইয়েমেনের হুদায়দায় সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয়ার পরপরই মার্কিন কমান্ডার আটকের খবর প্রকাশিত হলো। আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ রবিবার হুদায়দায় অভিযান স্থগিতের ঘোষণা দিয়ে বলেছেন, আলোচনার সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতে গণপিটুনিতে আরও পাঁচজনের মৃত্যু ভারতে উত্তেজিত জনতার গণপিটুনিতে আবারও পাঁচজনের মৃত্যু হয়েছে। পুলিশ এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, স্মার্ট ফোনে শিশু অপহরণ, চুরি বা যৌন হয়রানির গুজব ছড়িয়ে এই পর্যন্ত ২৫ জনেরও বেশি লোককে পিটিয়ে মারা হয়েছে। সর্বশেষ রবিবার ভারতের মহারাষ্ট্রের মুম্বাই থেকে দুই শ’ পাঁচ মাইল দূরে ধূলে জেলায় স্থানীয়রা একটি শিশুর সঙ্গে আটজনকে কথা বলতে দেখলে এই ঘটনা ঘটে। -এএফপি
×