ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চলে গেলেন প্রবীণ সাংবাদিক নিয়ামত হোসেন

প্রকাশিত: ০৫:১১, ২ জুলাই ২০১৮

  চলে গেলেন প্রবীণ সাংবাদিক নিয়ামত হোসেন

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রবীণ ও খ্যাতিমান সাংবাদিক-কলামিস্ট, সাহিত্যিক নিয়ামত হোসেন আর নেই। দৈনিক জনকণ্ঠের সিনিয়র সহকারী সম্পাদক এখন অনন্তলোকের বাসিন্দা। সদালাপী, নিরহঙ্কার, অমায়িক মানুষটি চলে গেলেন না ফেরার দেশে। ৭৭ বছর বয়সে নিভে গেল এই দ্বীপশিখাটি। রবিবার বিকেল সোয়া তিনটার দিকে পল্টনের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ সাংবাদিক নিয়ামত হোসেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্বনামধন্য এই কলাম ও রম্য লেখক। তিনি একপুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৪১ সালের ১৫ জানুয়ারি অবিভক্ত ভারতের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেছিলেন সাংবাদিক-কলামিস্ট নিয়ামত হোসেন। তাঁর কর্মজীবন শুরু হয় মার্কিন সংস্থা ফ্রাঙ্কলিন বুক প্রোগ্রামসে। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের দূতাবাসের তথ্য বিভাগে সম্পাদক-অনুবাদক হিসেবে ১৯৬৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দীর্ঘ ২৭ বছর সুনামের সঙ্গে কাজ করেন। ১৯৯৪ সালে দৈনিক জনকণ্ঠে সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন নিয়ামত হোসেন। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন সদালাপী ও নিরহঙ্কার এই মানুষটি। একজন কলাম লেখক হিসেবে তাঁর রম্য রচনা ছিল সর্বাধিক পাঠক প্রিয়। শিশু-কিশোর সাহিত্য বিষয়ক তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচটি। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রবিবার বাদ মাগরিব পল্টনের মসজিদে জানাজা শেষে মরহুম সাংবাদিক নিয়ামত হোসেনকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় বিপুলসংখ্যক সাংবাদিক-কলামিস্টসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এক সময়ের সহকর্মী ও বর্তমানে সংস্কৃতি বিষয়কমন্ত্রী জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি সাংবাদিক-কলামিস্ট নিয়ামত হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
×