ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ডিবি পরিচয়ে তিন জনকে অপহরণ ॥ মুক্তিপণে উদ্ধার

প্রকাশিত: ০৪:৪৬, ২ জুলাই ২০১৮

  ডিবি পরিচয়ে তিন জনকে অপহরণ ॥ মুক্তিপণে  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১ জুলাই ॥ ভালুকা উপজেলায় মলিকবাড়ী ইউনিয়নের সাতেঙ্গা গ্রামে তিন ব্যক্তিকে শনিবার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের লোকজন ভালুকা মডেল থানা পুলিশে অভিযোগ দায়ের করলে পুলিশের তৎপরতায় ও মুক্তিপণের টাকার বিনিময়ে ২৮ ঘণ্টা পর রবিবার বিকেলে বাড়ি ফিরেছে তারা। জানা যায়, উপজেলার মলিকবাড়ী ইউনিয়নের সাতেঙ্গা গ্রামে খান মসজিদের সভাপতি বেলাল খানের ছেলে আঃ রহমান খান (৫৫), মৃত আলফাজ আলী মুন্সীর ছেলে মোর্শেদুল আলম ধনু (৪৫), দেলোয়ার খানের ছেলে কফিল উদ্দিন ফকির (৩০) শনিবার সকালে বাড়ি থেকে মসজিদের টাইল্স কেনার উদ্দেশে ভালুকা বাসস্ট্যান্ড এলে ডিবি পুলিশ পরিচয়ে কালো রঙের হায়েচ গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহৃত ব্যক্তিদের মারপিট করে মোবাইল ফোনে পরিবারের কাছে তাদের আহাজারি শুনিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের লোকজন তাদের ছাড়িয়ে আনতে ০১৯০৯৬০২০৩১, ০১৭৯১৮৬৬০২৯, ০১৯০৯৬০২০৩০ বিকাশ নম্বরে মোট ৩৫ হাজার ৭০০ টাকা দিয়েও মুক্তি না পাওয়ায় রাতে কফিলের মা কুলছুম আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভালুকা মডেল থানার এসআই মনির হোসেন অপহৃতদের উদ্ধারের জন্য রাতেই ঢাকার উত্তরা, টঙ্গী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোন সন্ধান করতে পারেনি। পর দিন রবিবার সকালে পরিবারের লোকজনের কাছে মোবাইল ফোনে অপহরণকারীরা পুনরায় ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের লোকজন দুই বারে আরও ১০ হাজার টাকা বিকাশ নম্বরে পাঠানোর পর ময়মনসিংহ ডিবি পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ অভিযানে খবর পেয়ে অপহরণকারীরা তাদের ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ছেড়ে দেয়। খান মসজিদের সভাপতি আঃ রহমান জানান, মসজিদের টাইলস কেনার জন্য ভালুকা বাসস্ট্যান্ডে এলে আমাদের ৩ জনকে ডিবি পুলিশ পরিচয়ে একটি লম্বা গাড়িতে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে রেখে ব্যাপক নির্যাতন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
×