ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার হাওড়ে ট্রলার ডুবে ১০ গরুর মৃত্যু

প্রকাশিত: ০৬:২৩, ১ জুলাই ২০১৮

নেত্রকোনার হাওড়ে ট্রলার ডুবে ১০ গরুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ জুন ॥ খালিয়াজুরি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার হাওড়ে ট্রলার ডুবে ১০টি গরুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছায়ার হাওড় সংলগ্ন আমানিপুর গ্রামের সাবেক মেম্বার ফখরুল আলম জানান, শনিবার ১১টার দিকে কৃষ্ণপুর গ্রামের গরু ব্যবসায়ী (পাইকার) জালাল উদ্দিন ট্রলারযোগে ১০টি গরু নিয়ে আজমিরিগঞ্জ বাজারে যাচ্ছিলেন। ছায়ার হাওড়ের মাঝামাঝি গেলে ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা জালাল উদ্দিনসহ চার ব্যক্তি সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন। কিন্তু ছৈয়ের নিচে থাকায় গরুগুলোকে বের করা সম্ভব হয়নি। মারা যাওয়া গরুগুলোর মূল্য প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা। নওগাঁয় ৬ বছরের শিশুকে বলাৎকার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ জুন ॥ রানীনগর উপজেলার আবাদপুকুর হাসানকুড়ি গ্রামে ৬ বছরের এক শিশু (ছেলে) বলাৎকারের শিকার হয়েছে। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আবাদপুকুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটি গ্রামের জাকির হোসেনের ছেলে। জানা গেছে, ওইদিন বিকেলে আবাদপুকুর হাসানকুড়ি মাদ্রাসার সামনে সহপাঠীদের সঙ্গে ওই শিশু খেলা করছিল। এ সময় একই গ্রামের আহাদ আলীর ছেলে পাষ- আব্দুল মান্নান (২৫) তাকে ডেকে নিয়ে যায়। এরপর মাদ্রাসার পার্শ্বে একটি বাগানে নিয়ে শারীরিক নির্যাতন চালায়। শিশুটির বাবা জাকির হোসেন বলেন, সহপাঠীদের সঙ্গে খেলার সময় আমার ছেলেকে বাগানে নিয়ে আব্দুল মান্নান পাশবিক নির্যাতন চালায়। ছেলে বাড়িতে আসার পর আমাদের বিষয়টি জানায়। রাত ১০টার দিকে ছেলেকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নওগাঁ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ ছানাউল হক শুভ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি বলাৎকারের শিকার হয়েছে। শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন অনেকটাই সুস্থ।
×