ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ পুলিশের প্রশংসায় জ্যঁ ল্যাক্রুয়া

প্রকাশিত: ০৬:১৫, ২৬ জুন ২০১৮

বাংলাদেশ পুলিশের প্রশংসায় জ্যঁ ল্যাক্রুয়া

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের প্রশংসা করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রধান জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া। রবিবার সন্ধ্যায় তার নেতৃত্বে বাংলাদেশ সফররত ৫ সদস্যের একটি প্রতিনিধিদল পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে সাক্ষাতকালে এ প্রশংসা করেন। শান্তিরক্ষা মিশন প্রধান জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া বলেন, সংঘাতপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত বিভিন দেশে বাংলাদেশের পুলিশ শান্তি রক্ষায় অনন্য অবদান রাখছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশকে আরও দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে ফরাসী ভাষায় দক্ষতা অর্জনের ক্ষেত্রে জোর দিতে হবে। এসময় পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অন্যতম শীর্ষ পুলিশ প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বশান্তি রক্ষায় দক্ষতা ও যোগ্যতা প্রমাণে সমর্থ হয়েছে। এ সময় তিনি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরও বাড়ানোর জন্য শান্তিরক্ষা মিশন প্রধানের প্রতি অনুরোধ জানান। আইজিপি ফিমেল ফর্মড পুলিশ ইউনিটে নারী পুলিশের সংখ্যা বাড়ানো এবং জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ পুলিশের সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর সুপারিশ করেন।
×