ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঢাকায় অপহৃত শিশু মাদারীপুরে উদ্ধার

প্রকাশিত: ০৪:২৩, ২৬ জুন ২০১৮

ঢাকায় অপহৃত শিশু মাদারীপুরে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৫ জুন ॥ ঢাকার মোহাম্মদপুর থেকে নিহান নামে ৩ বছরের একটি শিশুকে অপহরণের ৩ দিন পর মোহাম্মদপুর থানা পুলিশ শিবচর থেকে উদ্ধার করেছে। এর আগে আটক করা হয় খায়রুন বেগম নামের শিশু অপহরণকারীকে। নিহানকে ৩০ হাজার টাকায় এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করেছিল বলে খায়রুন পুলিশের কাছে স্বীকার করেছে। জানা গেছে, ঢাকার মোহাম্মদপুর এলাকায় ভাঙ্গারি দোকানের কর্মচারী বিল্লাল হোসেন ও তার স্ত্রী গার্মেন্টস শ্রমিক মাহিনুর ৩ বছরের শিশু সন্তান নিহানকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন। তাদের পাশের রুমেই খাইরুন বেগম (৪০) নামের এক মহিলা ভাড়া থাকার সুবাদে তাদের বাসায় ছিল অবাধ যাতায়াত। দুই পরিবারের মাঝে তৈরি হয় সুসম্পর্ক। গত শনিবার সকালে শিশু নিহানকে খায়রুনের বাসায় রেখে বিল্লাল ও তার স্ত্রী মাহিনুর কাজে চলে যায়। দুপুরে বাসায় ফিরে নিহানকে বাসায় না দেখে মাহিনুর ও বিল্লাল ভয় পেয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রবিবার খাইরুনকে আসামি করে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে রবিবার ঢাকা থেকে খাইরুনকে আটক করে। পুলিশী জিজ্ঞাসাবাদে খাইরুন শিশু নিহানকে মাদরীপুরের শিবচরে তার এক ফুপাত বোন (নিঃসন্তান) লাকি বেগমের কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করেছে বলে স্বীকার করে। সে পুলিশকে আরও জানায়, শনিবার মুন্সিগঞ্জের মাওয়া থেকে লাকি ও তার বোন সাথী টাকা দিয়ে শিশু নিহানকে নিয়ে গেছে। সোমবার সকালে পুলিশ শিবচরের উমেদপুর ইউনিয়নের চান্দেরচর গ্রামে লাকির বাড়িতে অভিযান চালিয়ে শিশু নিহানকে উদ্ধার করে। এ সময় লাকি ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
×