ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বরিশালে সেতুর এ্যাপ্রোচ সড়ক দখল

প্রকাশিত: ০৪:২৩, ২৬ জুন ২০১৮

বরিশালে সেতুর এ্যাপ্রোচ সড়ক দখল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলার হারতা কাঁচা নদীর ওপর নবনির্মিত সেতুর এ্যাপ্রোচ সড়ক দখল করে দোকান নির্মাণের মহাৎসব চলছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হলেও দখলকারী মিঠু মৃধা উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের ভাতিজা হওয়ায় প্রভাব খাটিয়ে প্রকাশ্যে সরকারী জমি দখল করলেও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সূত্রমতে, হারতা কাঁচা নদীর ওপর নবনির্মিত সেতুর এ্যাপ্রোচ সড়কের পাশে গত দুইদিন ধরে বিশাল আকারে দোকানঘর নির্মাণ কাজ শুরু করেন উপজেলা চেয়ারম্যানের ভাই মৃত দিলীপ মৃধা পুত্র মিঠু মৃধা ও তার সহযোগীরা। একাধিক ব্যক্তিরা বলেন, সেতুটি উদ্বোধনের আগেই এ্যাপ্রোচ সড়কের পাশে সরকারী সম্পত্তি দখল করে দোকানঘর নির্মাণ করায় সেতুর সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও প্রভাবশালী মিঠুর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এছাড়াও হারতা এলাকাটি সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত হওয়ার কারণে উপজেলা চেয়ারম্যানের ভাতিজা মিঠু মৃধা ওই এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করছে। এ বিষয়ে অভিযুক্ত মিঠু মৃধার সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্মিত দোকানের জমির মালিক আমি। পরবর্তীতে তিনি বলেন, জমি সরকারী, অন্যরা জমি দখল করছেন তাই আমিও ব্রিজের এ্যাপ্রোচ সড়ক ঘিরে দোকান নির্মাণ করছি। সরকারী জমি দখল প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার বলেন, সরকারী জমি অবৈধ দখলমুক্ত করতে খুব শীঘ্রই অভিযান শুরু করা হবে।
×