ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লোকসানী খুলনা প্রিন্টিং তিন দিন বিক্রেতাশূন্য

প্রকাশিত: ০৪:১০, ২৬ জুন ২০১৮

লোকসানী খুলনা প্রিন্টিং তিন দিন বিক্রেতাশূন্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত লোকসানী খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার টানা ৩ কার্যদিবস ধরে হল্টেড। এই ৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০ শতাংশ। যদিও সোমবারের (২৫ জুন) লেনদেন এখনও শেষ হয়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি ২০১৬-১৭ অর্থবছর থেকে লোকসানে রয়েছে। এছাড়া ২০১৫-১৬ অর্থবছর থেকে লভ্যাংশ ঘোষণা বন্ধ রয়েছে। যাতে কোম্পানিটি সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে। গত ২০ জুন খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর ছিল ৯.১০ টাকা। যা ২১ জুন ০.৯০ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০ টাকায়। এরপরে ২৪ জুন ১০ শতাংশ বেড়ে হয় ১১ টাকা। যা সোমবার লেনদেনের শুরুতেই ১০ শতাংশ বেড়ে ১২.১০ টাকায় রয়েছে। এখন কোম্পানিটির শেয়ারে বিক্রেতা নেই। তবে এদিনের লেনদেন এখনো শেষ হয়নি। এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ১৭- মার্চ ১৮) লোকসান বেড়েছে ৩১৯ শতাংশ। এছাড়া তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৮) লোকসান বেড়েছে ২৪৭ শতাংশ। দেখা গেছে, কোম্পানিটির ওই ৯ মাসে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.১৩ টাকা। আগের অর্থবছরের ৯ মাসে এই লোকসানের পরিমাণ হয়েছিল ০.২৭ টাকা। এ হিসেবে লোকসান বেড়েছে ০.৮৬ টাকা বা ৩১৯ শতাংশ। অপরদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৮) শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৫৯ টাকা। আগের অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এই লোকসান হয়েছিল ০.১৭ টাকা। এ হিসেবে লোকসান বেড়েছে ০.৪২ টাকা বা ২৪৭ শতাংশ।
×