ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়ের জন্য নতুন পৃথিবী গড়তে চান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৫, ২৬ জুন ২০১৮

মেয়ের জন্য নতুন পৃথিবী গড়তে চান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন (৩৭) রবিবার অকল্যান্ডের হাসপাতাল তাগের সময় উপস্থিত সাংবাদিকদের জানান, তার মেয়ের নাম নিভ রেখেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, একদিন ক্ষমতাসীন নারীদের সন্তান জন্ম দেয়ার বিষয়টি আর নতুন বলে অভিহিত হবে না। -খবর এএফপির। শুক্রবার সন্তান জন্ম দেয়ার পর প্রথমবারের মত জনসমক্ষে কথা বলেন আরডার্ন। সন্তান জন্ম দেয়ার ঘটনায় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। আরডার্ন বলেন, তিনি ও তার সঙ্গী ক্লার্ক গেফোর্ড তাদের প্রথম সন্তানের পুরো নাম নিভ টে আরোহা আরডার্ন গেফোর্ড রেখেছেন। সন্তান কোলে নিয়ে আরডার্ন বলেন, আমরা নিভ নামটি পছন্দ করেছি কেননা, এটিই আমাদের সবচেয়ে পছন্দের। যখন আমরা প্রথম আমাদের মেয়েকে দেখি তখন মনে হয়েছে নামটি তার জন্য সঠিক পছন্দ। নামের একটি ছোট তালিকা থেকে নামটি নির্বাচন করা হয়েছে। নিভ অর্থ উজ্জ্বল, উদীয়মান, তুষার। টে আরোহা হচ্ছে অকল্যান্ড থেকে দক্ষিণ-পূর্বের প্রায় ১৪০ কিলোমিটার (৯০ মাইল) দূরের একটি প্রত্যন্ত শহরের নাম। যেখানে আরডার্নের পরিবার থাকেন। নিউজিল্যান্ডের প্রধামন্ত্রী জানান, তিনি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সন্তান জন্মদেয়ার জন্য শুভেচ্ছা পেয়েছেন। যাদের মধ্যে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, ডিউক এ্যান্ড ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কল রয়েছেন। তিনি বলেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাই (নিউজিল্যান্ডকে তাদের সমর্থন দেয়ার জন্য)। আমরা অবশ্যই ভাল কিছু করব। নিশ্চিন্তে ঘুমান, খুব ভাল থাকুন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় সন্তান জন্মদেয়া নারী হিসেবে আরডার্ন দ্বিতীয় ব্যক্তি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সন্তানের জন্ম দেন। আরডার্ন বলেন, তিনি আশা করেন, ভবিষ্যতে একদিন এই অভিজ্ঞতা আর অপ্রচলিত হিসেবে থাকবে না। আশা করি একদিন এটি আর নতুন বলে পরিগণিত হবে না। যা এখন নতুন বলে গণ্য করা হচ্ছে। সাধারণভাবে বিষয়টি গ্রহণযোগ্য নয়। নারীদের কোন পছন্দ থাকে না। তবে পুরুষরা সবকিছু করতে পারে। আরডার্ন মাতৃত্বকালীন ছুটি ভোগ করবেন মাত্র ছয় সপ্তাহ। এরপর তার সঙ্গী ক্লার্ক একজন বাবা হিসেবে বাড়িতেই অবস্থান করবেন এবং সন্তানের লালন-পালন করবেন।
×