ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে ২ মোটরসাইকেল আরোহী, রূপগঞ্জে ২ যাত্রী, বাহ্মণবাড়িয়ায় শিশুসহ ২, গাজীপুরে বৃদ্ধ, চট্টগ্রামে কলেজছাত্রী, নাটোরে মোটরসাইকেল আরোহী ও মাদারীপুরে বাসচালক, গোপালগঞ্জে যাত্রী, কলাপাড়ায় পথচারী নিহত হয়েছে। -খবর স্টাফ রিপোর্টার ও

সড়কে ঝরল ১২ প্রাণ

প্রকাশিত: ০৫:৪২, ২০ জুন ২০১৮

 সড়কে ঝরল ১২ প্রাণ

হবিগঞ্জ আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলাধীন রোকনপুর নামক স্থানে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেনÑ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ছইয়া গ্রামের বাসিন্দা আহসান উল্লাহ’র পুত্র নুরুল ইসলাম (২৬) ও একই গ্রামের আব্দুর রহিমের পুত্র সবুজ আহমেদ (২০)। . রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খাদুন এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ফলবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গেলে লেগুনার চালক সোহেল মিয়া ও যাত্রী অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। . ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতরা হলেন প্রাইভেটকারের চালক শাহিন (৪৫) ও যাত্রী রিফাত (৪)। মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরের জিলানী পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে প্রাইভেটকার চালক ও শিশু নিহত এবং ৬ জন আহত হয়। . গাজীপুরে বৃদ্ধ গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত গণেশ চন্দ্র বর্মণ (৬৮) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মৃত রাখাল চন্দ্র বর্মণের ছেলে। জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গণেশ চন্দ্র ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। . চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় বাসের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। নিহত তিথি বড়ুয়া (২১) চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, খুলশী থানা হলি ক্রিসেন্ট হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পতিত হন তিথি। . নাটোর মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রাজ্জাক নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পন্ডিতগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক নলডাঙ্গা উপজেলার বালুভাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে। আব্দুর রাজ্জাক মোটরসাইকেলযোগে নাটোর শহরের দিকে আসছিল। পথে পন্ডিতগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। . কালকিনি, মাদারীপুর কালকিনিতে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চালক নিহত ও আহত হয়েছে ১৫ জন। মঙ্গলবার ভোরে উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বাসচালকের নাম রবিউল ইসলাম (৩৩)। সে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের হাসেম বেপারির ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহন যাত্রীবাহী বাসটি বরিশাল যাচ্ছিল। ভোরের দিকে পান্তাপাড়া নামক স্থানে এলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে করে বাসটি মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসচালক রবিউল ইসলাম। অপরদিকে আহত ১৫ জনকে উদ্ধার করে উপজেলা ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। . গোপালগঞ্জ কাশিয়ানীতে যাত্রীবাহী একটি থ্রি-হুইলার (মাহেন্দ্র) উল্টে গিয়ে রইচ শেখ (৩২) নামে এক যাত্রী নিহত ও অপর ১০ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাশিয়ানী উপজেলার রামদিয়া-রাজপাট সড়কে এ ঘটনা ঘটে। রইচ শেখ নিকটবর্র্তী তেঁতুলিয়া গ্রামের খোকন শেখের ছেলে। নিহতের চাচা ভুলু শেখ জানিয়েছেন, চলন্ত অবস্থায় যাত্রীবাহী ওই থ্রি-হুইলারের ড্রাইভার মোবাইল ফোনে কথা বলছিল। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি-হুইলারটি রাস্তা-সংলগ্ন একটি তালগাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। এতে থ্রি-হুইলারের সকল যাত্রী আহত হয়। . কলাপাড়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী সৈয়দুল গফ্ফার খান (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া কুয়াকাটা সড়কের নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এসময় ইব্রাহীম নামের অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। নিহতের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামরীতলা গ্রামে।
×