ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদকসহ তিন নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত: ০৫:৩৮, ২০ জুন ২০১৮

 সাতক্ষীরা জেলা  ছাত্রদলের সভাপতি  সম্পাদকসহ তিন নেতাকে অবাঞ্ছিত  ঘোষণা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সাতক্ষীরা শহরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে জেলা ছাত্রদলের পকেট কমিটি বিলুপ্ত ঘোষণা করে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি ঘোষণার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানিয়েছেন ছাত্রদলের একটি অংশের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের পক্ষে এই দাবি জানান সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি শেখ রফিকুল ইসলাম রফিক। লিখিত বক্তব্যে বলা হয়, কেন্দ্রীয় কমিটি গত ১৩ জুন শেখ রফিকুজ্জামান সজীবকে সভাপতি, মমতাজুল ইসলাম চন্দনকে সাধারণ সম্পাদক ও আবু রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে। সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে বহিরাগতদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এমন অভিযোগ তুলে এই কমিটি বিলুপ্তির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সাতক্ষীরা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে কলারোয়ার তুলসীডাঙ্গা গ্রামে অস্থায়ীভাবে বসবাসকারী সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের বাবা, মা ও ভাইবোন সকলেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাকিমপুরের তালবাড়িয়া এলাকায় বসবাস করে। ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক আবু রায়হানের বাড়ি শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে শ্যামনগরের নওয়াবেকী গ্রামে। তিনি অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি সজীব, সাধারণ সম্পাদক চন্দন ও সাংগঠনিক সম্পাদক রায়হান কেন্দ্রীয় নেতৃত্বের উপর প্রভাব খাটিয়ে এবং তাদের কাছে মিথ্যে তথ্য দিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের এই পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি এই কমিটি প্রত্যাখ্যান করে সভাপতি সজীব, সাধারণ সম্পাদক চন্দন ও সাংগঠনিক সম্পাদক রায়হানকে সাতক্ষীরা শহরে অবাঞ্ছিত ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জেলা, শহর, সদর ও কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
×