ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ০৫:৫১, ১৪ জুন ২০১৮

 ফরিদপুরে  বজ্রপাতে  বৃদ্ধার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ জুন ॥ বজ্রপাতে ফরিদপুরের চরভদ্রাসনে জরিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দুইজন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বালিরটেক নামক স্থানে এ ঘটনা ঘটে। বজ্রপাতে ছয়টি গরু মারা গেছে। মৃত্যু হয়েছে জরিনা বেগম চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম চর শালিপুর গ্রামের নুরল হক বেদের স্ত্রী। ওই সময় বৃদ্ধা জরিনা বেগম আব্দুল হাই খান হাটের পাশে বালিরটেক নামক স্থানে গোসল করতে গেলে বজ্রপাতের এ ঘটনা ঘটে। এর ফলে ওই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া চরভদ্রাসন সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামের শিরিন বেগম (৪০) ও বিএসডাঙ্গি গ্রামে মাসুদ শেখ (২২) আহত হয়েছেন। বজ্রপাতের সময় শিরিন বেগম রান্না ঘরে রান্না করছিলেন এবং মাসুদ শেখে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল ঘরে তুলতে গিয়ে বজ্রপাতের শিকার হন। আহত ওই দুইজনকে পরিবারের লোকজন উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের ইউপি সদস্য ফারুক হোসেন জানান, বজ্রপাতে দুই নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী গ্রামের সোবান মোল্লার গোয়ালে বেঁধে রাখা পাঁচটি গরুর মধ্যে চারটির মৃত্যু হয়েছে। এছাড়া চরভদ্রাসন সদরের মাথা ভাঙ্গা গ্রামের সিদ্ধিশ্বর শীলের দুটি গরু বজ্রপাতে মারা গেছে।
×