ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা

১/১১’র কুশীলবদের সঙ্গে নিয়ে বিএনপি পানি ঘোলা করতে চায়

প্রকাশিত: ০৫:৩২, ১৪ জুন ২০১৮

  ১/১১’র কুশীলবদের সঙ্গে নিয়ে বিএনপি পানি ঘোলা করতে চায়

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ নেতারা বলেছেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করার কোন সম্ভাবনা নেই বিএনপির। তাই তারা ১/১১’র কুশীলবদের সঙ্গে নিয়ে পানি ঘোলা করতে চায়। কিন্তু এসব ষড়যন্ত্র কোন দিন সফল হবে না। বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ভারতের কাছে অতীতের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। কিন্তু ভারত বলেছে, যারা অতীতে ভুল করেছে, ভবিষ্যতেও করবে না তার বিশ্বাস কি। অর্থাৎ তারা ভারতের বিশ্বাস অর্জন করতে পারেনি। তিনি বলেন, বদরুদ্দোজা চৌধুরীরা বিএনপিকে নিয়ে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা পানি ঘোলা করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়। কিন্তু এসব ষড়যন্ত্র করে আর কোন লাভ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে জেলে গেছেন। তিনি কোন রাজনৈতিক মামলায় জেলে যাননি। কিন্তু বিএনপি দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে কথা বলে না। তারা শুধু খালেদা জিয়ার হাঁটু ব্যথা নিয়ে কথা বলে। খালেদা জিয়া ইউনাটেড হাসপাতালে কেন যেতে চান তা খুঁজে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১/১১-এর সময় গ্রেফতার করে দেশের গণতন্ত্রকে শিকলে বন্দী করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা সেই শিকল ভেঙ্গে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি ভারতের কাছে ক্ষমতায় যাবার জন্য ধরনা দিয়েছিল। কিন্তু ভারতের কাছ থেকে নাকে খত দিয়ে ফিরে এসেছে। বিএনপির সময় ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য যে ১০ ট্রাক অস্ত্রের ট্রানজিট দিয়েছিল তখনকার সরকার প্রধান। তারা এমন কাজ আর করবে না বলে নাকে খত দিয়ে এসেছে। বিএনপি ক্ষমতায় এলে ভারত বিরোধিতা করবে না, তারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করবে না বলে নাকে খত দিয়ে এসেছে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কাছে বিএনপি ধরনা দিয়েছে, কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। কিন্তু তাদের সে খায়েস পূর্ণ হয়নি। আসলে তাদের দেশের ভোটারদের ওপর কোন আস্থা নেই।
×