ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

লাঠি যেখানে রক্ষাকবচ

প্রকাশিত: ০৪:৫৬, ১৪ জুন ২০১৮

 লাঠি যেখানে রক্ষাকবচ

ইথিওপিয়ার ওরোমো জাতিগোষ্ঠীর নারীরা নিজের রক্ষাকবচ হিসেবে লাঠি ব্যবহার করেন। সিনকিউ নামের এই লাঠিটি ওই নারী ও তার পরিবারের রক্ষার প্রতীক। কোন নারী যদি নির্যাতনের শিকার হন তবে তিনি বিচিত্র এক শব্দ করেন। যাতে আশপাশের নারীরা বুঝতে পারেন তিনি নির্যাতিত হচ্ছেন। সঙ্গে সঙ্গে অন্যরাও সিনকিউ হাতে দৌড়ে চলে আসেন নির্যাতিতার কাছে। পরে বিচার হয় নির্যাতনকারীর। বয়োজ্যেষ্ঠরা কঠোর শাস্তি দেন নির্যাতনকারীকে –বিবিসি
×