ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কণ্ঠশিল্পী আসিফের জামিনের আবেদন, পরে প্রত্যাহার

প্রকাশিত: ০৪:৪৮, ১১ জুন ২০১৮

 কণ্ঠশিল্পী আসিফের  জামিনের আবেদন, পরে প্রত্যাহার

কোর্ট রিপোর্টার ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের জামিনের আবেদন করে তা ফিরিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার এ জামিনের আবেদন করা হলে ঢাকার ভারপ্রাপ্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম রবিবার শুনানির দিন ধার্য করেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম আমিরুল হয়দার চৌধুরীর আদালতে ওই জামিনের আবেদন শুনানির জন্য উঠলে আইনজীবী নুসরাত জাহান আবেদনটি শুনানি না করে তা প্রত্যাহার (নট-প্রেস) করে নেন। এ প্রসঙ্গে মামলার অপর আইনজীবী ওমর ফারুক বলেছেন, ‘আজ আমরা আবেদনটি প্রত্যাহার করেছি। সোমবার পুনরায় জামিনের আবেদন দিতে পারি।’ গত ৬ জুন এ আসামির ৫ দিনের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের মামলায় কারাগারে পাঠায় আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক প্রলয় রায় তাঁকে আদালতে হাজির করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা তেজগাঁও থানার মামলায় গত ৫ জুন রাত দেড়টায় গ্রেফতার হন আসিফ আকবর। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে মগবাজারে তার অফিস থেকে গ্রেফতার করে। মামলায় আসিফ ছাড়া আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা আসামি রয়েছেন। মামলায় অভিযোগ, গত ১ জুন রাত নয়টার দিকে একটি চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে শফিক তুহিন জানতে পারেন, আসিফ অনুমতি ছাড়াই তার সঙ্গীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন। পরে তিনি বিভিন্ন মাধ্যমেও এ বিষয়ে নিশ্চিত হয়ে ২ জুন রাতে ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টের নিচে আসিফ অশালীন মন্তব্য ও হুমকি দেন।
×