ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু মেসেঞ্জারের সেবা

প্রকাশিত: ০৪:২৬, ১১ জুন ২০১৮

বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু মেসেঞ্জারের সেবা

চলতি বছর ১৭ জুলাই থেকে শেষ হতে যাচ্ছে ইয়াহু মেসেঞ্জারের সেবা। ইয়াহুর মালিক প্রতিষ্ঠান মার্কিন টেলিযোগাযোগ জায়ান্ট ভেরাইজনের অঙ্গ প্রতিষ্ঠান ওথ বর্তমানে ইয়াহু পরিচালনার দায়িত্বে রয়েছে। ইয়াহু মেসেঞ্জার বন্ধের ঘোষণা দিয়েছে ওথ।- খবর আইএএনএসের। শুক্রবার এক বিবৃতিতে ইয়াহুর পক্ষ থেকে বলা হয়, ‘২০১৮ সালের ১৭ জুলাই থেকে ইয়াহু মেসেঞ্জার আর চলবে না। এর আগ পর্যন্ত, আপনারা এই সেবা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু ১৭ জুলাইয়ের পর থেকে, আপনারা এতে আর আলাপচারিতার জন্য প্রবেশ করতে পারবেন না, এই সেবা আর কাজ করবে না।’ প্রতিষ্ঠানটি আরও বলে, ‘বর্তমানে ইয়াহু মেসেঞ্জারের বিকল্প কোন সেবা নেই।’ কেন এই সেবা বন্ধ করে দেয়া হচ্ছে তা নিয়ে নির্দিষ্ট কোন কারণ জানানো হয়নি। তবে তারা নতুন সেবা আর এ্যাপ নিয়ে পরীক্ষা চালান অব্যাহত রেখেছে বলেও জানায়। -অর্থনৈতিক রিপোর্টার
×