ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বপ্নীল সজীবের রবীন্দ্র সঙ্গীতের ভিডিও ‘দ্য ড্রিমার’

প্রকাশিত: ০৮:২১, ৭ জুন ২০১৮

স্বপ্নীল সজীবের রবীন্দ্র সঙ্গীতের ভিডিও ‘দ্য ড্রিমার’

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজীব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী নৃত্যপ্রতিষ্ঠান ব্যাটারি ডান্স কোম্পানির নতুন মিউজিক ভিডিও ‘দ্য ড্রিমার’। বেঙ্গল মাল্টিমিডিয়া এবং আরটিভি মিউজিকের প্রযোজনায় এবং ইউ এস এ্যাম্বাসি সহযোগিতায় এই ভিডিও নির্মিত হয়েছে। ব্যাটারি নৃত্যপ্রতিষ্ঠান ৪০ বছর ধরে নিউইয়র্ক সিটির একটি অবিচ্ছেদ্য অংশ, ব্যাটারি সৃজনশীল প্রক্রিয়া সমর্থন, নিউইয়র্ক সিটি স্কুলে শিশুদের শিক্ষা দেয়া, স্থানীয় প্রোগ্রাম এবং পারফরমেন্স, জাতীয় এবং আন্তর্জাতিক ট্যুর, এবং আন্তর্জাতিক আর্টস বিনিময় প্রোগ্রামের মাধ্যমে অবিরল প্রশংসা এবং লোভনীয় সাফল্য অর্জন করেছে। এটি বাংলাদেশের সঙ্গে তাদের প্রথম কাজ এবং বিশ্বায়নের প্রতি বাংলাদেশের আরেকটি প্রতীক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুরান সেই দিনের কথা’ গানটি বহুল শ্রুত একটি রবীন্দ্রসঙ্গীত। ইন্দ্রজিত দে ইন্দ্রর সঙ্গীতায়োজনে ‘দ্য ড্রিমার’ একইসঙ্গে ধ্রুপদী ও পশ্চিমা সঙ্গীতের মেলবন্ধন ঘটানো হয়েছে যা রবীন্দ্রনাথঠাকুরের গানের ভাবমূর্তি অক্ষুণœœ রেখে এক নতুন প্রতীকী এনেছে। স্বপ্নীল সজীবের গানের প্রতিভাগুলোর চমৎকার সমর্থন নিয়ে পিয়ানো, চেলো, গিটার, ড্রামস এবং সেতারের যন্ত্রসঙ্গীতের আকর্ষণীয় বিশেষ উপকরণগুলোর বাঁধন এক নতুন মাত্রা যোগ করেছে। অনুরূপভাবে মিউজিক ভিডিওটি ব্যাটারি নৃত্য কোম্পানির সমসাময়িক নৃত্যের মাধ্যমে একটি হৃদয়গ্রাহী গল্প বর্ণিত হয়েছে। ভিডিওটির নৃত্য পরিচালক মার্কিন কোরিওগ্রাফার জোনাথান হোলন্ডার। মঞ্চের আলোক সম্পাত করেছেন ব্যারি স্টিল ইউ এস এ। ভিডিওতে অংশগ্রহণকারী নৃত্যশিল্পী রবিন কেন্ট্রোল, মিরা কুক, বেথানিডা মিচেল, শ্যান স্ক্যানটাইলারি, উন্নাথ হাসান রথানরাজু। পোশাক সৃজন করেছেন ভারতের নিলয় সেনগুপ্ত। ভিডিও ধারণ, সম্পাদন ও নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরীর। ভিডিওটির উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ আশিক রহমানের। স্বপ্নীল সজীবের সৌষ্ঠবপূর্ণ এবং গভীর উপস্থাপনা একটি অনন্য সংবেদনশীলতা এবং নতুনত্ব রয়েছে যা তাকে আন্তর্জাতিকভাবে সুবিখ্যাত করেছে। তিনি বাংলাদেশ থেকে উত্তর আমেরিকার বিশ্ববঙ্গ সম্মেলনের প্রথম অফিসিয়াল আমন্ত্রণ পান এবং এই বছরগুলোতে তিনি কানাডা, অট্রালিডা, মরোক্কো, সিঙ্গাপুর, ব্রুনাই মালয়েশিয়া এবং ভারতের মতো দেশে সঙ্গীত পরিবেশন করেছেন।
×