ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪০, ৬ জুন ২০১৮

নীলফামারীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে নীলফামারীতে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বর চৌরঙ্গি মোড়ে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে সমাজসেবা অফিসার্স এ্যাসোসিয়েশন। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদফতর নীলফামারীর উপ-পরিচালক ইমাম হাসিম। কর্মসূচীতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মান্নান, প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মাসুদ রানা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান, বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি জেলা কমিটির সভাপতি শামসুল ইসলাম ও সহ-সভাপতি গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। এ ছাড়াও উক্ত দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করে এই কর্মসূচীতে। পরে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের মাধ্যমে প্রেরণ করা হয়।
×