ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৭৫ পরিবার আলোকিত

প্রকাশিত: ০৬:৫৯, ৫ জুন ২০১৮

৩৭৫ পরিবার আলোকিত

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৪ জুন ॥ বরগুনার আমতলী সদর ইউনিয়নের কড়াইবুনিয়া, নীলগঞ্জ, উল্টাখালী, ছোট নাচনাপাড়া ও দক্ষিণ আমতলী গ্রামের ৩৭৫ পরিবার বৈদ্যুতিক আলোতে আলোকিত হয়েছে। সোমবার এ বৈদ্যুতিক আলোর উদ্বোধন করেছেন প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন এ উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পৌর মেয়র মতিয়ার রহমান, এজিএম (ওএ্যান্ডএম) প্রকৌশলী মোঃ আহসান কবির, ওসি মোঃ আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, শহীদুল ইসলাম মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার প্রমুখ। হুইল চেয়ার বিতরণ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া ১০ শিশু শিক্ষার্থীকে হুইল চেয়ার দেয়া হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদে বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ারপ্রাপ্তরা সদরের ভিন্ন ভিন্ন ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন। জানা যায়, ইউপেপ’র মাধ্যমে উপজেলা পর্যায়ে একীভূত শিক্ষা কার্যক্রমের আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হুইল চেয়ার দেয়া হয়। যশোর সদর উপজেলা শিক্ষা অফিস এ হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম।
×