ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে ব্যস্ত ১০ হাজার দর্জি শ্রমিক

প্রকাশিত: ০৬:৫৮, ৫ জুন ২০১৮

সৈয়দপুরে ব্যস্ত ১০ হাজার দর্জি শ্রমিক

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ৪ জুন ॥ ঈদ-উল ফিতরের দিনে রেডিমেডের চেয়ে সাধ্য ও সামর্থ্যরে মধ্যে বাহারি ডিজাইনের তৈরি পোশাক সকল বয়সীদের প্রথম পছন্দ। এ পোশাক পেতে তাই সৈয়দপুরের দর্জি কারখানায় লেগেছে উপচে পড়া ভিড়। রাতÑদিনের বিরতিহীন শ্রমে ব্যস্ত হয়ে পড়েছে প্রায় দশ হাজার দর্জি শ্রমিক। রুচিশীল মানুষের প্রথম পছন্দ দক্ষ টেইলার্সের কাছে মনের মডেলে পোশাক। বড়দের পাঞ্জাবি থেকে স্যুট, কোট, শাট, প্যান্ট, ফতুয়া ও ছোটদের যে কেন ধরনের ফিটিং স্বল্পমূল্যের পোশাক। সবই এখানে তৈরি হচ্ছে। আর বাহারি ডিজাইনের পোশাক পেতে তাই হাতে সেলাইয়ের বিকল্প নেই। এ শহরেও ব্যতিক্রম দেখা যায় নি। সকল শ্রেণী পেশাজীবী ও স্কুল পড়ুয়া বালক-বালিকা এবং কলেজ শিক্ষার্থীদের সেলাই করে পোশাক তৈরির প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। গত বুধবার শহরের বিভিন্ন টেইলার্স-এর দোকানগুলো ঘুরে দেখা যায়, অর্ডার দিয়ে তৈরি পোশাক টেইলার্স দোকানে ভিড় করছে গ্রাহকরা। আবার অনেক টেইলার্স দোকানে এখনও পোশাক তৈরির অর্ডার নিতে দেখা গেছে। সৈয়দপুর শহরের শহীদ ডাঃ জিকরুল হক সড়কে সানমুন টেইলার্স, মতি টেইলার্স, শৌখিন টেইলার্স, ঢাকা টেইলার্স, ডিসেন্ট, স্টুডেন্ট, পারফেক্ট ও রংপুর রোড, সিনেমা রোড, দিনাজপুর রোড, রেল লাইনের দুধারে, হাতিখানা ক্যাম্প, কাজিহাটসহ বিভিন্ন বাসাবাড়িতে এবং এ উপজেলার হাটÑবাজারে প্রায় দুই হাজার দর্জির দোকানে এখন ব্যস্ত সময় কাটছে দর্জিদের। লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা শহীদ হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৪ জুন ॥ লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা এম এ শহীদের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তির আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। একই সঙ্গে শহরের উত্তর তেমুহানীর ট্রাফিক চত্বরে শহীদের নামকরণে স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিও করা হয় এ মানববন্ধনে। সোমবার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ শহীদের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন আহমদ ভূঁইয়া, সাবেক ছাত্রলীগ নেতা আহসানুল কবির রিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা বেলায়েত হোসেন বেলাল, নজরুল ইসলাম ভুলু, স্বেচ্ছাসেবক লীগের জেলা সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আশ্রাফুল আলম প্রমুখ। উল্লেখ্য, ২০০৩ সালে শহরের উত্তর তেমুহনীস্থ ইউনিক হোটেলের একটি ড্রয়ার থেকে শহীদের লাশ উদ্ধার করে পুলিশ। এ মামলায় নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
×