ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ই. কোলাইয়ে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৫, ৪ জুন ২০১৮

যুক্তরাষ্ট্রে ই. কোলাইয়ে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু

যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া ই. কোলাই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। রোমানিয়ান লেটুসের মাধ্যমে ব্যাকটেরিয়াটি ছড়িয়ে পড়ছে। ৩৫টি অঙ্গরাজ্যে আরও অন্তত ১৯৭ জন আক্রান্ত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে। মৃতদের মধ্যে দুইজন মিনেসোটার বাসিন্দা ছিলেন। এ ছাড়া নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও আরকানসাসে একজন করে মারা গেছেন। ২০০৬ সালের পর যুক্তরাষ্ট্রে এটাই ই. কোলাই ব্যাকটেরিয়া প্রাদুর্ভাবের সবচেয় বড় ঘটনা। সেবার প্রায় দুই শ’ মানুষ ই. কোলাই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এ বছর এপ্রিলে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও ই. কোলাই ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া ও পেনসিলভানিয়ায়। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, ১৬ মে’র পর আরও ২৫ জনের বেশি লোক ই. কোলাই আক্রান্ত হয়েছেন। মে মাসেও বিভিন্ন দোকানে এ্যারিজোনার ইউমা অঞ্চলে চাষ হওয়া রোমানিয়ান লেটুস পাতা ছিল। -এনবিসি নিউজ ও গার্ডিয়ান
×