ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

যুবকসহ তিন খুন ॥ দুই লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:০২, ৩ জুন ২০১৮

যুবকসহ তিন খুন ॥ দুই লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই, ঝিনাইদহে যুবককে কুপিয়ে ও নারায়ণগঞ্জে মৎস্য খামারের কর্মচারীকে হত্যা। গৃহবধূ ও কুড়িগ্রামে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কুষ্টিয়া কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে। নিহতের নাম শহিদুল ইসলাম ওরফে রাজীব (২৬)। শনিবার সকালে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষিধরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছোট ভাই জাহিদুল ইসলামকে (২২) আটক করেছে। পুলিশ জানায়, মোবাইল ফোন নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিত-ার একপর্যায়ে ছোট ভাই জাহিদুল ইসলাম তার সহোদর বড় ভাই শহিদুল ইসলাম রাজীবকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশটি উদ্ধার করে পুলিশ ঘাতক জাহিদুলকে আটক করেছে। নিহত শহিদুল এলাকার আব্দুল জলিল ড্রাইভারের ছেলে। ঝিনাইদহ মহেশপুরে ওয়াসিম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কাবিল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। মহেশপুর থানার ওসি লস্কর জায়েদুল আহসান জানান, রাতে মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের ইদু ফকিরের ছেলে ওয়াসিমকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী শ্যামকুড় গ্রামে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও এলাকায় এমদাদ হোসেন (৫০) নামে মৎস্য খামারের এক কর্মচারীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে চৌধুরীগাঁও এলাকায় পরিত্যক্ত জায়গা থেকে এমদাদ হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শুক্রবার রাতে যে কোন সময় ঘটনাটি ঘটেছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা রড বা কাঠ দিয়ে মাথা আঘাত করে হত্যার পর লাশ ফেলে যায়। নিহত এমদাদ হোসেন নীলফামারী সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। সে চৌধুরীগাঁও এলাকার মোক্তার হোসেনের বাড়ির মাছের খামারের কর্মচারী হিসেবে কাজ করত। নীলফামারী আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তাসকিনা আক্তার ওরফে কোকিলার (২৬) মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ। শনিবার দুপুরে ডিমলা থানার নাউতারা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের স্বামীর বাড়ি হতে মরদেহ উদ্ধার করে জেলা মর্গে ময়নাতদন্তে জন্য প্রেরণ করে পুলিশ। এদিকে গৃহবধূর বাবার অভিযোগ তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বামী ও শাশুড়ি। এই অভিযোগে পুলিশ তাসকিনার স্বামী রেজাউল করিম ও শাশুড়ি রেজিয়া আক্তারকে আটক করেছে। জানা যায়, প্রায় ৮ বছর আগে নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি বটতলার তছির উদ্দিনের মেয়ে তাসকিনার সঙ্গে একই ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে রেজাউল ইসলামের বিয়ে হয়। তাদের চার বছরের রোমানা নামের এক মেয়ে রয়েছে। এ ছাড়া তাসকিনা আট মাসের অন্তঃসত্ত্বা ছিল। জানা যায়, স্বামী শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহ ছিল তাসকিনার। শনিবার সকালে শোয়ার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাসকিনারর মরদেহ ঝুলতে দেখা যায়। মেয়েটির বাবার দাবি তার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে তারা। কুড়িগ্রাম কুড়িগ্রামে সদর হাসপাতালের পার্শ¦বর্তী একটি ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী শনিবার সকালে রাস্তা সংলগ ড্রেনের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। সদর থানা পুলিশের সাব ইন্সপেক্টর নিতাই চন্দ্র জানান, জেনারেল হাসপাতালের পাশে গাড়িয়াল পাড়া রোডের ড্র্র্রেনে কে বা কারা রাতের আঁধারে নবজাতকটিকে অবস্থায় ফেলে রেখে চলে যায়। সকালে পথচারীরা দেখতে পেয়ে থানায় খবর দিলে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
×