ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুপী দিয়েই লেনদেন করবে ভারত ও ইরান

প্রকাশিত: ০৬:৪৭, ৩ জুন ২০১৮

রুপী দিয়েই লেনদেন করবে ভারত ও ইরান

জ্বালানি তেল আমদানি রফতানিতে ডলারের পরিবর্তে রুপী ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত ও ইরান। তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের উপর্যুপরি অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দুই দেশের প্রচলিত মুদ্রা দিয়েই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও ভারত। এ লক্ষ্যে জ্বালানি তেল আমদানির খরচ পরিশোধে ভারতের রাষ্ট্রীয় ‘ইউসিও’ ব্যাংকের সঙ্গে সরাসরি লেনদেন করবে ইরান। ভারতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের ভ্রমণে সিদ্ধান্ত হয়, ব্যাংকিং, জ্বালানি, বাণিজ্য, ইন্স্যুরেন্স, শিপিং খাতেও লেনদেনে দেশীয় মুদ্রা ব্যবহার করা হবে। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা ছাড়া ইরানের ওপর অন্য কোন দেশের নিষেধাজ্ঞাকে গুরুত্ব দিচ্ছে না ভারত। ২০১৭-১৮ অর্থবছরে ইরান থেকে ২৭ মিলিয়ন টন জ্বালানি তেল আমদানি করে ভারত। যা গেল বছরের চেয়ে ১১৪ শতাংশ বেশি। -অর্থনৈতিক রিপোর্টার ফের দানা বাঁধছে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর থেকে ওয়াশিংটন শুল্ক ছাড় তুলতেই বিশ্ব জুড়ে ফের দানা বাঁধছে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা। ট্রাম্প প্রশাসনকে পাল্টা আঘাত করতে সঙ্গে সঙ্গে একগুচ্ছ মার্কিন পণ্যে ১ জুলাই থেকে আমদানি শুল্ক বসানোর কথা জানিয়েছে কানাডা। একই পথে হাঁটার হুমকি দিয়েছে মেক্সিকো। এর আগে হার্লে ডেভিডসন বাইক ও বুঁর্বো হুইস্কির মতো পণ্যে কর চাপানোর বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)। তাদের অন্তর্ভুক্ত ২৮টি সদস্য দেশের সায় মিললে তা কার্যকর হতে পারে ২০ জুন থেকে। ইস্পাত, এ্যালুমিনিয়ামে বসানো আমদানি শুল্ক থেকে যে সব দেশকে ছাড় দিয়েছিল ওয়াশিংটন, তাদের মধ্যে ছিল কানাডা, মেক্সিকো, ইইউ। যারা আমেরিকার অন্যতম বড় বাণিজ্য সহযোগী। এখন সেই ছাড় তুলে শুল্ক বসানোয় স্বাভাবিক ভাবেই প্রত্যাঘাত এসেছে ‘বন্ধু’ দেশগুলোর তরফ থেকে। তবে সংশ্লিষ্ট মহল বলছে, আমেরিকার এ সিদ্ধান্ত কিছুটা অপ্রত্যাশিত। -অর্থনৈতিক রিপোর্টার
×