ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শীতলক্ষ্যায় অবাধে চলছে ফিটনেসবিহীন ট্রলার ও নৌযান

প্রকাশিত: ০৬:৪৫, ১ জুন ২০১৮

শীতলক্ষ্যায় অবাধে চলছে ফিটনেসবিহীন ট্রলার ও নৌযান

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩১ মে ॥ নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় অবাধে চলছে ফিটনেস বিহীন নৌযান। স্যালো মেশিন দিয়ে তৈরি খোলা ইঞ্জিনের বিকট শব্দে নদী তীরের লোকজনের ঘুম ভাঙ্গে প্রতিদিন। এসব নৌযানের মধ্যে বালুবাহী ট্রলারের সংখ্যাই বেশি। দূরদূরান্ত থেকে মাল বহন করে নিয়ে আসা এসব ট্রলার বেপরোয়া চলাচল করায় নদী পথে নৌ দুর্ঘটনা বেড়েই চলছে। ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। নদী পারের কোমলমতি শিক্ষার্থীরা কেউ কেউ ভয়ে বিদ্যালয়ে যেতে চাইছে না। সরেজমিন দেখা গেছে, রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে মালবাহী ট্রলারগুলো অতিরিক্ত মাল বোঝাই করে চলছে। এসব মালবাহী ট্রলারের মধ্যে বেশির ভাগই বালিবাহী কার্গো ও ছোট ছোট নৌযান। স্থানীয়দের অভিযোগ, ট্রলার ও জাহাজ যোগে চোরাই মাল বহনের অভিযোগও কম নয়। ঘোড়াশাল সার কারখানা থেকে নিয়ে আসা সার স্থানীয় চোরাই সিন্ডিকেটের কাছে বিক্রি করার ঘটনাও রয়েছে। উপজেলার তারাব, কাঞ্চন, মুড়াপাড়া, শিমুলিয়া, বেলদী, আতলাপুর বাজার এলাকায় সারবাহী জাহাজ এলেই সিন্ডিকেট তা থামিয়ে দেয়। চুরি করে নিয়ে যায় সার। এসব চোরাই কাজে সহযোগিতা করে সারবাহী জাহাজের সারেং ও তার সহযোগীরা। তাদের পূর্ব নির্ধারিত এলাকায় এলেই বাঁশি বাজিয়ে জানান দেয় উপস্থিতি। এতে নির্ধারিত স্থানে ছোট নৌকা নিয়ে মাল চুরি করে স্থানীয় বাজারে নিয়ে যায়। এমন ঘটনায় রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। কোন কোন এলাকায় ২০ জনের ধারণসম্পন্ন ট্রলারে ৫০ জন নিয়ে নদী পাড়ি দিতে দেখা গেছে। ট্রলারের সঙ্গে পাল্লা দিয়ে ছোট ছোট ডিঙ্গি নৌকায় বসানো হয়েছে স্যালো ইঞ্জিন। এসব নৌকায়ও অতিরিক্ত লোক বহন করার দৃশ্য দেখা গেছে। এমনি এক ঘটনায় আতলাপুর এলাকায় একটি নৌকা ডুবে স্কুলছাত্রী ও নববধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারী না থাকায় নদী পারাপারে অবৈধ ট্রলার ব্যবহার হচ্ছে। এসব ট্রলারের চালক প্রশিক্ষণ না নিয়েই নদীতে নেমে ঘটায় দুর্ঘটনা। এসব বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী। কাঞ্চন এলাকার ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, উপজেলা ব্যস্ততম বাজার কাঞ্চন বাজারে নদীর পূর্বপার হতে লোকজন আসছেন না নদীর পারাপারের ভয়ে। একটি ডিঙ্গি নৌকা পারের সময় বালিবাহী কার্গোর ধাক্কার ঝুঁকি থাকে। তাই কমে যাচ্ছে ক্রেতা।
×