ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় টিকেট চাওয়ায় টিটিকে মারধর

প্রকাশিত: ০৬:৪৩, ১ জুন ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় টিকেট চাওয়ায় টিটিকে মারধর

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে হামলা চালিয়ে তিন কর্মীকে ছুরিকাঘাত করে দুই লক্ষাধিক টাকা লুটের ঘটনা ঘটেছে। আহতদের অভিযোগ, বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনে বিনা টিকেটে কয়েক যাত্রী ওঠে। এ সময় কর্তব্যরত টিকেট চেকার তাদের টিকেট দেখাতে বললে তারা টিকেট না দেখিয়ে হুমকি দেয়। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনটি স্টপেজ দিলে। সেখানে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী দায়িত্বরতদের ওপর হামলা করে। হামলার সময় সন্ত্রাসীরা বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করে ও ক্যাশবক্স লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলেন সুপারভাইজার মোফাজ্জল হোসেন, সহকারী সুপারভাইজার মোঃ সুমন তালুকদার, টিটি টিপু সুলতান ও লাভলু। টাঙ্গাইলে সড়ক সংস্কারের উদ্যোগ নেই ॥ চরম দুর্ভোগ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩১ মে ॥ সখীপুরের বেতুয়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের গুরুত্বপূর্ণ রাস্তাটি সম্প্রতি প্রবল বৃষ্টির পানিতে ভেঙ্গে গেলেও আজও মেরামত হয়নি। ফলে এলাকার তিন গ্রামের স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, জনগণ, পরিবহনসহ প্রায় ৫ হাজার লোক চরম দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসী জানায়, গত ২১ মে প্রবল বৃষ্টির পানির তীব্র স্রোতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া গ্রামের (৭ ও ৮ নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে) ও দাঁড়িয়াপুর ইউনিয়নের দাঁড়িয়াপুর গ্রামের লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তাটি ভেঙ্গে যায়। যা অদ্যাবধি মেরামতের উদ্যোগ নেয়া হয়নি। ফলে ওই দুই গ্রামের শিক্ষার্থী, রোগী পরিবহনসহ লোকজনের যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। লোকজন শুষ্ক মৌসুমে কষ্ট করে যাতায়াত করতে পারলেও এখন বর্ষা মৌসুমের শুরুতেই রাস্তাটি মেরামত করতে না পারলে তারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না।
×