ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দুই ত্রিপুরা তরুণী হত্যা ॥ ২ আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৪, ৩১ মে ২০১৮

দুই ত্রিপুরা তরুণী হত্যা ॥ ২ আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, ৩০ মে ॥ চট্টগ্রামের সীতাকু-ের মুরাদপুর ইউনিয়ন ও বারৈয়ারার ঢালা ছোট দারোগারহাটের পৃথক দুটি স্থান থেকে লাশ উদ্ধার করেছে, সীতাকু- মডেল থানার পুলিশ। বুধবার সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে প্রেরণ করা হয়। গুলিবিদ্ধ নিহত রাজিবের গত ১৮ মে ত্রিপুরা দুই তরুণী হত্যার মামলার অন্যতম আসামি,তার গুলিবিদ্ধ দেহ তল্লাশি করে পুলিশ ২ হাজার ইয়াবা উদ্ধার করে। দুই গ্রুপের ইয়াবা ব্যবসার দ্বন্দ্ব নিয়ে গুলি বিনিময় হওয়ার পর মৃত্যুবরণ করে বলে বিষয়টি নিশ্চিত করেন সীতাকু- থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন। জানা যায়, বুধবার ভোরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পেশকার পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র জয়নালের (৩৫) লাশটি ছরার পাড়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত জয়নাল বিয়ের ডেকারেশেনের বয়ের কাজ করত বলে তার পরিবার জানান। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে প্রেরণ করে। অন্যদিকে ২নং বারৈয়ারারঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট সংলগ্ন গুলগুলা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২০০ফুট পূর্বে পার্শ্বে পরিত্যক্ত জমিতে গুলিবিদ্ধ অবস্থায় রাজিব (২৫) লাশ উদ্ধার করেছে সীতাকু- মডেল থানার পুলিশ। সে পৌরসভার চৌধুরীপাড়ার মোহাম্মদ হানিফের পুত্র। সে গত ১৮ মে ত্রিপুরা দুই তরুণী হত্যার মামলার অন্যতম আসামি বলে পুলিশ জানায়। ১৬৪ ধারায় তার নাম আদালতে লিপিবদ্ধ অবস্থায় রয়েছে। তার মাথায় ও বুকের মধ্যে কয়েক রাউন্ড গুলির চিহ্ন পরিলক্ষিত হয়েছে। পুলিশ তার মৃতদেহ তল্লাশি করে ২০০০ ইয়াবা উদ্ধার করেছে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে প্রেরণ করে।
×