ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

চিত্রনাট্য প্রশিক্ষণ ও অনুদানের প্রকল্প প্রস্তুতকরণ কর্মশালা

প্রকাশিত: ০৬:১৫, ২৯ মে ২০১৮

চিত্রনাট্য প্রশিক্ষণ ও অনুদানের প্রকল্প প্রস্তুতকরণ কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্রের নবীন নির্মাতাদের জন্য আয়োজনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। নবীনদের চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার কৌশলটি শেখাবেন অগ্রজ চলচ্চিত্রকাররা। সেই সঙ্গে অনুদাননির্ভর চলচ্চিত্রের প্রকল্প বিন্যাসের প্রক্রিয়াটিও রপ্ত করা যা এই প্রশিক্ষণ প্রক্রিয়ায়। শিল্পকলা একাডেমি ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী ‘চিত্রনাট্য রচনা প্রশিক্ষণ এবং চলচ্চিত্রে জাতীয় ও আন্তর্জাতিক অনুদানের জন্য প্রকল্প প্রস্তুতকরণবিষয়ক কর্মশালা। কর্মশালাটি শুরু হবে আগামী ১ জুন এবং কর্মশালার সমাপনী হবে ১০ জুন। দেশের তরুণ ও নতুন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র কর্মীদের জন্য এই কর্মশালা তাদের নির্মাণযাত্রায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। এ বিষয়ে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন জনকণ্ঠকে জানান, কর্মশালায় শেখানো হবে চলচ্চিত্রের ভাষা কেমন করে গড়ে ওঠে, চলচ্চিত্রের প্রাথমিক ধারণা তৈরি হওয়ার প্রক্রিয়া, চিত্রনাট্যের প্রাথমিক ধারণা এবং হাতেকলমে চিত্রনাট্য রচনা প্রশিক্ষণ, চিত্রনাট্য রচনার বিভিন্ন প্রয়োজনীয় ধারণাসমূহ, বাংলাদেশ সরকারের চলচ্চিত্র অনুদান প্রকল্পের জন্য সম্পূর্ণ চলচ্চিত্র নির্মাণ প্রকল্প তৈরির বিভিন্ন দিক এবং আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র অনুদান প্রদানকারী সংস্থার জন্য অনুদানের প্রকল্প প্রস্ততের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণপর্বে পাঠদান করবেন চলচ্চিত্রকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা, চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী, নাট্যকার মাসুম রেজা, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ তারেক, নির্মাতা আবিদ মল্লিক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ। কর্মশালা পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। কর্মশালার মেয়াদ হবে ৫ দিন। ক্লাস হবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হবে ১, ২, ৮, ৯ ও ১০ জুন। কর্মশালায় আসন সংখ্যা সীমিত। আগ্রহীদের জন্য কর্মশালায় নিবন্ধনের শেষ তারিখ ৩০ মে। কর্মশালায় নিবন্ধনে আগ্রহীদের প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টার মধ্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৭ম তলায় (লিফটের ৬) ৭০১ নম্বর কক্ষ এসে এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং নিবন্ধন ফি পরিশোধ করে নিবন্ধন চূড়ান্ত করা যাবে। এছাড়া ফোনে যোগাযোগ করা যাবে : ০১৭১৮ ৯৫৬৫৭৭ ও ০১৯৭১ ১০১১০৬ নম্বরে। আলোকচিত্রের মঙ্গোলিয়ার নিসর্গের নানন্দনিকতা ॥ দেয়ালজুড়ে ঝুলছে নয়নজুড়ানো সব আলোকচিত্র। সেসব ছবিতে ধরা দিয়েছে নদী, বৃক্ষ, অরণ্যসহ নিসর্গের রূপময়তা। এভাবেই ফ্রেমে ফ্রেমে ধরা দিয়েছে মঙ্গোলিয়ার প্রকৃতির সৌন্দর্য। রাজধানীর প্রগতি সরণির অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে চলা এ প্রদর্শনীর শিরোনাম ‘মঙ্গোলিয়া এ কান্ট্রি অব ব্লু স্কাই’। ঢাকায় নিযুক্ত মঙ্গোলিয়ার কনস্যুলেটের সহোযোগিতার তিন দিনব্যাপী এ প্রদর্শনীর সূচনা হয় ২৬ মে। মঙ্গোলিয়াকেন্দ্রিক ৫০টি আলোকচিত্রে সজ্জিত এ প্রদর্শনীর শেষ দিন ছিল সোমবার।
×