ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:৪৩, ২৫ মে ২০১৮

নতুন গবেষণা

ইলেকট্রিক স্কুটার রাস্তায় জ্যাম, কিছুতেই এগোচ্ছে না গাড়ির দীর্ঘ সারি। মোটরসাইকেলেও এগোনো দায়। চিন্তার কিছু নেই, প্রধান সড়ক এড়িয়ে নির্দিষ্ট গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য ‘ইলেকট্রিক স্কুটার’ ভাড়া দেবে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘লিফট’। শিগগিরই যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে দেখা মিলবে এসব স্কুটারের। ওয়াইফাই প্রযুক্তির ট্রিমার সেলুনে নিয়মিত চুল কাটানো গেলেও নাক, কান বা ভ্রƒর বাড়তি লোম নিয়ে ঝামেলায় পড়ে অনেকেই। সমস্যার সমাধান দেবে ‘ট্রিমার’। তবে এই ট্রিমারের বিশেষত্ব হচ্ছে ওয়াইফাই প্রযুক্তি যুক্ত। আকারে ছোট হওয়ায় সহজে ব্যবহারও করা যায়। ব্যাটারিতে চলা এলইডি বাল্বযুক্ত ডিভাইসটি ব্যবহার পদ্ধতিও বেশ নিরাপদ। একাধিক ব্রাশযুক্ত ডিভাইসটিতে মেমোরিকার্ডও যুক্ত করা যায়। সূত্র : ডেইলি মেইল পানি সরবরাহকারী রোবট ভারতের প্রত্যন্ত অঞ্চলে পানি সরবরাহের জন্য রোবট ব্যবহার করা হচ্ছে যা ইউনিভার্সিটি অব গ্লাসগো এবং অমৃতা ইউনিভার্সিটির গবেষণার অংশ। গ্রামের মানুষ প্রযুক্তিকে কিভাবে গ্রহণ করে তা দেখাই এই গবেষণার অংশ। কাস্টমাইজড এই রোবটটি গ্রামের মানুষের ভাষায় কথা বলে তাদের নির্দেশনা দেয়। তবে এই রোবটের কণ্ঠ পুরুষের হলেও গ্রামের মানুষ মনে করছে এটি নারী। কারণ গ্রামের প্রথা অনুযায়ী নারীরা সাধারণত পানি আনা-নেয়ার কাজটি করে। সূত্র : ডেইলি সায়েন্স
×