ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটি নির্বাচনে জয় পেতে আওয়ামী লীগের গণসংযোগ

প্রকাশিত: ০৭:২৫, ২৫ মে ২০১৮

গাজীপুর সিটি  নির্বাচনে জয় পেতে আওয়ামী লীগের গণসংযোগ

মোস্তাফিজুর রহমান টিটু, গাজীপুর ও নুরুল ইসলাম, টঙ্গী ॥ খুলনায় বিজয়ের পর এবার গাজীপুর সিটি নির্বাচনেও বিজয়ী হতে চায় আওয়ামী লীগ। হাই কমান্ডের নির্দেশে গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মেয়র পদে দলের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালাতে মাঠে নেমেছেন। প্রতিদিনই তারা দলীয় প্রার্থী ও কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সভা ও গণসংযোগ করছেন। সিটি কর্পোরেশনের একপ্রান্ত হতে অন্যপ্রান্তে ভোটারদের খোঁজে ছুটে যাচ্ছেন বাড়ি বাড়ি, অফিস ও মিল কারখানায়। পুরো এলাকা চষে বেড়াচ্ছেন। গত ২০ মে টঙ্গীতে এমপি জাহিদ আহসান রাসেলের বাসায় ডজনখানেক কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগ পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছে। তারা হিসাব নিকাশ করে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আনুষ্ঠানিক প্রচার ১৮জুন হতে শুরুর কথা থাকলেও কোন প্রার্থীই বসে নেই । এবারের নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে হেভিওয়েট দুই প্রার্থী আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (নৌকা) ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাসান উদ্দিন সরকারের (ধানের শীষ) মধ্যে। এদিকে ধানের শীষ প্রার্থী হাসান উদ্দিন সরকার আবারও ইফতার মাহফিলের নামে নির্বাচনী সভা করে নৌকার পক্ষে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার ১৮, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে পৃথক তিনটি আলোচনা সভায় অংশ নেন। ইফতারপূর্ব এসব আলোচনা সভায় তিনি উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন। বিকেলে ১৮ নম্বর ওয়ার্ডের নগরপাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টার হলে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একইদিন গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল ২৬ এবং ২৭ নম্বর ওয়ার্ডের উনিশে পার্ক সেন্টার ও লক্ষীপুরা কমিশনার কার্যালয়ের পাশে পৃথক দুটি আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অপরদিকে গাজীপুর সিটি নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী (ধানের শীষ) হাসান উদ্দিন সরকার বৃহস্পতিবার টঙ্গীর নিজ বাস ভবনে দলীয় নেতাকর্মীর সঙ্গে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন।
×