ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নাটোরে আম সংগ্রহের সময় নির্ধারণ

প্রকাশিত: ০৭:১৩, ২৩ মে ২০১৮

নাটোরে আম সংগ্রহের সময় নির্ধারণ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২২ মে ॥ নাটোরে গাছ থেকে পাকা আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আম সংগ্রহের এই সময়সীমা নির্ধারণ করা হয়। জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় আগামী ২৫ মে থেকে গোপালভোগ, ৫ জুন থেকে রানী পছন্দ, খিরসাপাত, হিমসাগর, ১০ জুন থেকে ল্যাংড়া, লকনা, নাক ফজলি, ৩ জুলাই থেকে আম্রপলি, ১০ জুলাই মল্লিকা এবং ফজলি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। এ ছাড়া ১৫ জুলাই থেকে বারি আম-৪ এবং ২৫ জুলাই আশ্বিনা আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। সভায় অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, জেলা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আসম মেফতাহুল বারী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল উদ্দিনসহ বাগান মালিকরা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ের আগে কেউ গাছ থেকে অপরিপক্ক আম পাড়লে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।
×