ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতন ভাতার দাবিতে ন্যাশনাল মেডিক্যালে কর্মবিরতি

প্রকাশিত: ০৬:৩৯, ২২ মে ২০১৮

বকেয়া বেতন ভাতার দাবিতে ন্যাশনাল মেডিক্যালে কর্মবিরতি

স্টাফ রিপোর্টার ॥ বকেয়া বেতন-ভাতার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় জরুরী বিভাগ ছাড়া অন্যান্য ওয়ার্ডে রোগীরা ভোগান্তিতে পড়েন। এদিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন কর্মকর্তা-কর্মচারীরা। সমাবেশে বক্তারা ন্যাশনাল হাসপাতালের চলমান সঙ্কট দূর করতে স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতির সমাধান ও জাতীয়করণের দাবি জানান। কর্মসূচীতে ডাঃ মাকসুদুল আলম, ডাঃ অপূর্ব প-িত, ডাঃ তানভির, নার্স লক্ষ্মণ চন্দ্র পাল, গরেটি পালমা, সাহিদুর রহমান সাজু, অফিস সহকারী নাজিম উদ্দিন, আইটি বিভাগের ঝোটন চন্দ্র মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন। তারা জানান, হাসপাতালের ডাক্তার, নার্স ও ওয়ার্ডবয়সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের দুই থেকে পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। ডিএমপির দুই ওসিসহ ছয় কর্মকর্তাকে বদলি স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই ওসিসহ ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির কমিশনারের অফিস আদেশে তাদের বদলি করা হয়। আদেশে বলা হয়েছে, ডিএমপির লজিস্টিকস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মোঃ সিদ্দিকুর রহমানকে ডেমরা থানার ওসি, ডেমরা থানার ওসি এসএম কাওসার আহমেদকে আদাবর থানার ওসি এবং আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমানকে ডিএমপির গোয়েন্দা পূর্ব বিভাগে বদলি করা হয়েছে। এদিকে একই দিন পৃথক আরেক আদেশে কাউন্টার টেররিজম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ মাহাবুবুর রহমানকে শাহবাগ থানার অপারেশন অফিসার, শাহবাগ থানার অপারেশন অফিসার আবুল কালাম আজাদকে মোহাম্মদপুর থানার তদন্ত অফিসার, পল্টন থানার অপারেশন অফিসার মোঃ আবু সিদ্দিককে ওয়ারী থানার অপারেশন অফিসার ও ওয়ারী থানার অপারেশন অফিসার মাহবুব আলমকে পল্টন থানার অপারেশন অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
×