ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধ্রুপদী চলচ্চিত্রের প্রদর্শনী ও সেমিনার

প্রকাশিত: ০৪:১১, ১৯ মে ২০১৮

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধ্রুপদী চলচ্চিত্রের প্রদর্শনী ও সেমিনার

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আতাগাঁয়ের নবনির্মিত ভবন মিলনায়তনে আজ বৃহস্পতিবার ‘ধ্রুপদী চলচ্চিত্র’ প্রদর্শনী-এর বিশেষ সেমিনারে আয়োজন করা হয়েছে। বিশেষ এ আয়োজনে সকালে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদার। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও আজ বিকেল ৩টায় ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ : ৪০ বছরের অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্র বিষয়ক লেখক, গবেষক ও শিক্ষক অনুপম হায়াৎ। সেমিনারে বিশেষ অতিথি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন, মোরশেদুল ইসলাম ও ড. জাহাঙ্গির হোসেন। সভাপতিত্ব করবেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। বাংলা ফিল্ম আর্কাইভের পরিচালক ইয়াকুব আলী জানান, প্রদর্শনের জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো ১৯৩৫ সালে নির্মিত প্রমথেশ বড়ুয়া পরিচালিত ভারতীয় চলচ্চিত্র ‘দেবদাস’, ১৯৬২ সালে নির্মিত রবার্ট এনরিকো পরিচালিত ফরাসী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনসিডেন্ট এ্যাট আউল ক্রিক’ এবং জহির রায়হানের অসমাপ্ত চলচ্চিত্র ‘লেট দেয়ার বিলাইট’ এর নির্বাচিত ফুটেজ। এর মধ্যে আজ সকাল ১১টায় ‘দেবদাস’ এবং বিকেল ৪টায় ‘লেট দেয়ার বি লাইট’, ৪-৪০ মিনিটে ‘ইনসিডেন্ট এ্যাট আউল ক্রিক’ চলচ্চিত্রের প্রদর্শনী হবে। অনুষ্ঠানমালা সবার জন্য উন্মুক্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
×