ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে ভূমি নিয়ে দুই শিল্পগ্রুপ পিএইচপি-কেএসআরএম বিরোধের নিষ্পত্তি

প্রকাশিত: ০৮:০০, ১৮ মে ২০১৮

 সীতাকুন্ডে ভূমি নিয়ে দুই শিল্পগ্রুপ পিএইচপি-কেএসআরএম  বিরোধের  নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের সীতাকু-ের বাড়বকু- এলাকায় ভূমি নিয়ে দুই শিল্পগ্রুপ পিএইচপি এবং কেএসআরএমের মধ্যকার বিরোধ নিষ্পত্তি হয়েছে। রেলওয়ে গঠিত কমিটির সদস্য, স্থানীয় প্রশাসন এবং দুই শিল্পগ্রুপের প্রতিনিধিদের উপস্থিতিতে বিরোধপূর্ণ জায়গা থেকে কাঁটাতারের বেড়া ও বাঁশের খুঁটি অপসারিত হয়েছে। দখলে থাকা ৫৯ দশমিক ৮০ শতক জায়গা বুঝে পেয়েছে পিএইচপি। রেলের কর্মকর্তারা খুঁটি দিয়ে উভয় পক্ষের সীমানা নির্ধারণ করে দেন। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগ সূত্র জানায়, সীতাকু-ের বাড়বকু- এলাকায় রেলওয়ে থেকে পিএইচপির নেয়া লিজের কিছু জায়গা কেএসআরএমের দখলে গিয়েছিল। এ নিয়ে দুই শিল্প গ্রুপের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিরসনে প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেন। বুধবার রেল কর্মকর্তারা সেখানে গিয়ে উভয়পক্ষের জায়গা বুঝিয়ে দিয়েছেন। বর্তমানে আর কোন বিরোধ নেই। উভয়পক্ষ রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি বলেন, পিএইচপির লিজ নেয়া জায়গায় যে খুঁটি ও কাঁটাতারের বেড়া দেয়া হয়েছিল তা সরে গেছে। পিএইচপি ফ্যামিলির জিএম (ভূমি) আমির হোসেন বলেন, পিএইচপির প্রায় ৬০ শতক জায়গা জোর করে ৪৮ দিন দখলে রেখেছিল কেএসআরএম। আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুবিচার প্রত্যাশা করেছিলাম। ভূ-সম্পত্তি কর্মকর্তা লুৎফুন্নাহারের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি আমাদের জায়গা বুঝিয়ে দিয়েছেন। উল্লেখ্য, গত ২৯ মার্চ বাড়বকু-ে রেলের প্রায় ৬০ শতক জায়গা নিয়ে দুই শিল্পগ্রুপের বিরোধ প্রকাশ্য রূপ নেয়। কেএসআরএম কর্তৃপক্ষ কংক্রিটের পিলার ও কাঁটাতারের বেড়া দিতে গেলে এ বিরোধের সূত্রপাত। এ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি বক্তব্যও প্রদান করে। কিন্তু শেষ পর্যন্ত রেলের কমিটি এবং সংশ্লিষ্টদের হস্তক্ষেপে এ বিরোধের সমাধান হয়েছে। বাংলাদেশ জামদানি ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্ট এ্যাসোসিয়েশন দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন বৃহস্পতিবার রাজধানীর গ্লোব চেম্বারে বাংলাদেশ জামদানি ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্ট এ্যাসোসিয়েশনের ২০১৮-২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন মোঃ মশিউর রহমান। নির্বাচন পর্যবেক্ষণ করেন এফবিসিসিআই’র পরিচালক আবু মোতালেব, রাশেদুল হোসেন চৌধুরী রনি, হাফেজ হারুন, পরিচালক মীর নিজাম উদ্দিন আহম্মেদ, শফিকুল ইসলাম ভরসা এবং এফবিসিসিআই বিভিন্ন এ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতৃবৃন্দ শান্তিপূর্ণ পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হয়।- বিজ্ঞপ্তি
×