ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়াহু গ্রুপ চ্যাটের জন্য নতুন এ্যাপ ‘স্কুইরেল’

প্রকাশিত: ০৪:৫০, ১৫ মে ২০১৮

ইয়াহু গ্রুপ চ্যাটের জন্য নতুন এ্যাপ ‘স্কুইরেল’

ক্ষুদেবার্তা আদান প্রদানের এ্যাপস এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মেসেঞ্জার, হোয়াটসএ্যাপ, ভাইবার, উইচ্যাট, ইমোসহ নানা ধরনের এ্যাপস এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষ এখন ফোনে কথা বলার চেয়ে চ্যাটিং এ্যাপস ব্যবহার করতেই পছন্দ করেন বেশি। এরই ধারাবাহিকতায় সম্প্র্রতি ইয়াহু গ্রুপ চ্যাটের জন্য নতুন এ্যাপ ‘স্কুইরেল’ অবমুক্ত করেছে। খবর সিনেটের। পরীক্ষামূলকভাবে বর্তমানে এ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর ও এ্যাপ স্টোরে শুধু আমন্ত্রিতরাই এ্যাপটি পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন। এ্যাপটিতে মূলত গ্রুপ চ্যাটকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে। এছাড়া গ্রুপ চ্যাট ব্যবস্থাপনার নানা ফিচার আছে এতে। গুগল প্লেতে যুক্ত করা বর্ণনা অনুযায়ী, স্কুইরেল এ্যাপটি ‘ডিসকর্ড’ ও ‘সø্যাক’ এ্যাপের সঙ্গে প্রতিযোগিতার জন্যই তৈরি করেছে ইয়াহু। এর বিশেষত্ব হচ্ছে প্রচলিত হোয়াটসএ্যাপ বা উইচ্যাটের ফিচারগুলোর জায়গায় নির্দিষ্ট বিষয় ও মানুষ নিয়ে চ্যাট ‘রুম’ তৈরি করা যাবে। -অর্থনৈতিকক রিপোর্টার
×