ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পোল্ট্রি রফতানি জোন, এ্যাডভাইজরি কমিটি গঠন ও নীতিমালা করার দাবি;###;‘পোল্ট্রি শিল্প : সঙ্কট ও সম্ভাবনা’ শীর্ষক ডিবিসি সংলাপ

পোল্ট্রি খাদ্য আমদানিতে হয়রানির অভিযোগ ব্যবসায়ীদের

প্রকাশিত: ০৪:৪৮, ১৫ মে ২০১৮

পোল্ট্রি খাদ্য আমদানিতে হয়রানির অভিযোগ ব্যবসায়ীদের

অর্থনৈতিক রিপোর্টার ॥ পোল্ট্রি ফিড আমদানিতে করতে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসে দীর্ঘ সময় ও কাস্টমস অফিস হয়রানি করছে বলে অভিযোগ করেছেন এ খাতের উদ্যেক্তারা। তারা বলছেন, বন্দর পার হতেই পরিবহন চাঁদাবাজির শিকার হচ্ছেন তারা। এরপর পোল্ট্রি খাদ্য আমদানিতে উচ্চ ভ্যাট আরোপ তো আছেই। এত সমস্যার পরেও পোল্ট্রি এবং ডিমের দাম ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। যার ফলে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। তারা আরও বলছেন, সরকার চাইলে এ খাতের সঙ্গে জড়িত প্রান্তিক খামারিদের প্রণেদনা দিতে পারে। এ ছাড়া দেশের রফতানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে পোল্ট্রি রফতানি জোন করার দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। পাশাপাশি পোল্ট্রি এ্যাডভাইজরি কমিটি গঠন ও পোল্ট্রি নীতিমালার বাস্তবায়ন দেখতে চান তারা। সোমবার রাজধানীর গুলশানে স্প্রেক্টা কনভেনশন সেন্টারে ডিবিসি টেলিভিশন আয়োজিত ‘পোল্ট্রি শিল্প: সঙ্গট ও সম্ভাবনা’ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবিসি টেলিভিশনের সম্পাদক প্রণব সাহা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ২০২১ সালে পোল্ট্রি খাতে বিনিয়োগ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। পোল্ট্রি না থাকলে দেশে মাংসের বাজার কোথায় যেত তা বলা মুশকিল। এ খাতে ব্যাংক ঋণের সুদের হার কমাতে পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, পোল্ট্রি রফতানি করতে গেলে সবচেয়ে বড় সমস্যা গুণগত মান নিশ্চিত করতে হবে। এটি করা গেলে অদূর ভবিষ্যতে পোল্ট্রি মাংস রফতানি করা সম্ভব। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী এ খাতে ভ্যাট কমানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয়। তবে এ খাতের উন্নয়নে বিষয়টি চিন্তা ভাবনা করার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, পোল্ট্রি বাচ্চা ২০ টাকা থেকে ১২০ টাকা কীভাবে হয় তা খুঁজে বের করতে হবে। আহসান গ্রুপের চেয়ারম্যান শহিদুল আহসান বলেন, কৃষিখাতে সরকার প্রতিবছর ৮-১০ হাজার কোটি টাকা প্রণেদনা দিয়ে থাকে। অথচ পোল্ট্রি খাতে কোন প্রণেদনা দেয়া হয় না। সরকার চাইলে এ খাতের সঙ্গে জড়িত প্রান্তিক খামারিদের প্রণেদনা দিতে পারে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রিয় মোহন দাস বলেন, দেশের রফতানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে পোল্ট্রি রফতানি জোন করা উচিত। ওয়াপসা-বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদ বলেন, গত কয়েক বছর আগেও পোল্ট্রি খাদ্যের উপাদান আমদানিতে ভ্যাট বেশি ছিল না। অথচ বর্তমানে একদিকে উচ্চ ভ্যাট আরোপ অন্যদিকে পোল্ট্রি ও ডিমের দাম ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। যার ফলে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এ জন্য প্রান্তিক খামারিদের প্রণেদনা দেয়ার দাবি জানান তিনি। ফিড ইন্ডাস্ট্রিজ এ্যাসোসিয়েশনের মহাসচিব মোঃ আসাদুজ্জামান বলেন, পোল্ট্রি খাতে ৭০ শতাংশ খরচ পোল্ট্রি ফিড উপাদান আমদানি বাবদ। বর্তমানে আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম অনেক বেড়ে গেছে। পাশাপাশি পোল্ট্রি খাদ্য আমদানিতে বন্দরে পণ্য খালাস ও কাস্টমস ক্লিয়ারেন্স পেতে দীর্ঘ সময় লেগে যায়। এরপর সড়ক পথে পরিবহন চাঁদাবাজি দিতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু গত ১০-১২ বছরে পোল্ট্রি মাংসের দাম কমেছে। পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ডঃ শামসুল ইসলাম বলেন, বর্তমানে পোল্ট্রি খাতে মোট বিনিয়োগের পরিমাণ ৩০ হাজার কোটি টাকা। এ খাতে জিডিপির অবদান ২ দশমিক ৪ শতাংশ। ক্রমান্বয়ে পোল্টি শিল্প বড় হচ্ছে। তাই এখন সময় এসেছে পোল্ট্রি রফতানি জোন করার। পাশাপাশি ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন পোল্ট্রি এ্যাডভাইজরি কমিটি গঠন করার। যে কোন মূল্যেই পোল্ট্রি ফিড আমদানিতে কাস্টমস জটিলতা নিরসন এবং পরিবহন চাঁদাবাজি বন্ধ করতে হবে। পোল্ট্রি কনসালটেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস’র ব্যবস্থাপনা পরিচালক রফিকুল হক বলেন, তিনি বলেন, একজন ব্যবসায়ী যাতবার পণ্য আমদানি করছেন, তাতে ততবারই ল্যাব টেস্ট করতে হচ্ছে। কিন্তু কেন? এ জন্য পোল্ট্রি আমদানি নীতিতে পরিবর্তন আনা দরকার। তিনি বলেন, এত সস্তা দামের পোল্ট্রি মাংস পৃথিবীর আর কোন দেশে নেই। প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ড. ইরেশ রঞ্জন ভৌমিক বলেন, পোল্ট্রি প্রসেসিং প্ল্যান্ট করার ক্ষেত্রে উদ্যোক্তা তৈরি করতে হবে। তিনি বলেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় এ খাতে বড় একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যা এ খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, লোকবল সঙ্কটের কারণেই ল্যাবে টেস্ট করতে বিলম্ব হচ্ছে। পাশাপাশি খুব শীঘ্রই পোল্ট্রি নীতিমালার ঘোষণা আসবে বলে তিনি জানান।
×