ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এটা আসলেই একটা চ্যালেঞ্জ জোভান

প্রকাশিত: ০৭:৩৩, ১০ মে ২০১৮

এটা আসলেই একটা চ্যালেঞ্জ জোভান

ছোট পর্দায় এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও নাটক ও বিজ্ঞাপনেই বেশ পরিচিতি তার। অল্প সময়েই নজরকাড়া অভিনয় দিয়ে জোভান মন জয় করে নিয়েছেন দর্শকের। সমসাময়িক শিল্পীদের তুলনায় জোভানের জনয়িতাও একটু বেশি। একাধিক খ- নাটক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। সম্প্রতি তার ব্যস্ততা ও সমসাময়িক বিষয় নিয়ে কথা হয় আনন্দকণ্ঠের সঙ্গে। সাক্ষাতকার নিয়েছেন শাকিলুর রহমান। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? জোভান : বর্তমানে খ- নাটক ও টেলিফিল্ম নিয়ে ব্যস্ত আছি। আর ধারাবাহিক নাটক তেমন একটা করছি না। দুই ধারাবাহিক নাটক করছি কিন্তু এটার বেশি শূটিং পরে না। একটি করছি চয়নিকা দিদির ধারাবাহিক নাটক ওটা এখনও চার হয়নি। আর একটি করেছি মুশফিক কল্লোল এর ধারাবাহিক নাটকটি এশিয়ান টিভিতে চার হচ্ছে। আর নাটক ও টেলিফিল্মের পাশাপাশি মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছি। আপনাকে ধারাবাহিক নাটকে কম দেখা যায় কেন? জোভান : কারণ, অনেকে শিডিউল চায়। সবার শিডিউল মিলিয়ে আমাকে কল দেয়। পরে গিয়ে ভাল কিছু খ- নাটকে সময় দিতে পারি না। কাজের মানউন্নয়নে কোন পদক্ষেপ? জোভান : এটা আসলেই একটা চ্যালেঞ্জ। একটি কথা আছে ‘স্বাধীনতা অর্জন চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।’ একবারে মানুষ পেয়ে যেতেই পারে। কিন্তু ওটা ধরে রাখা খুব কঠিন। আমি বেছে কাজ করার চেষ্টা করি। আমি তিনটি নাটকের স্ক্রিপ্ট পড়ি। স্ক্রিপ্ট পছন্দ হলে তারপর কাজ করি। সেই দিক থেকে আমি কাজের মান ধরে রাখার চেষ্টা করি। ভালবাসা দিবসের নাটক থেকে কেমন সাড়া পেয়েছেন? জোভান : ভালবাসা দিবসে আমার কয়েকটি নাটক প্রচার হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকটি থেকে। বিপরীতে ছিলন মেহজাবীন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জন্ম’ প্রসঙ্গে কিছু বলুন? মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে এর আগে নাটক বা চলচ্চিত্র নির্মিত হলেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের এ গল্পটা একটু ব্যতিক্রম। যুদ্ধের সেই সময়টাতে একজন মুক্তিযোদ্ধা কতটা কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন এখানে তা-ই ফুটিয়ে তোলা হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জন্ম’ থেকে তেমন একটা সাড়া পায়নি সত্যি কথা। কিন্তু সাড়া পাওয়া উচিত ছিল। ওই সময়টাতে মুক্তিযোদ্ধারা যতটা চিন্তা, চেতনা ও কষ্ট করেছেন তাও দেখিনি। ওই রকম একটা চরিত্রে কাজ করা আসলে অনেক কঠিন। আমি সারারাত না ঘুমিয়ে শুধু তাদের কথা চিন্তা করেছি। এই চরিত্রটি নিজের ভেতরে ধারণ করার জন্য অনেক কষ্ট করেছি। এই কাজটা আমার জন্য সত্যিই একটা চ্যালেঞ্জ। এই অনুযায়ী মানুষ নিজের দেশের মুক্তিযোদ্ধা নিয়ে নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তেমন একটা পছন্দ করে না। আমার মনে আরও পছন্দ করা দরকার। প্রায় ৩ বছর পর আপনি আবারও শাহতাজের সঙ্গে নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন! কেমন লেগেছে? জোভান : খুবই ভাল! ‘চকো বাইটের নতুন একটি প্রোডাক্টের বিজ্ঞাপন এটি। শাহতাজের সঙ্গে অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করছি। ওর সঙ্গে করা আমার সবগুলো বিজ্ঞাপনই বেশ প্রশংসিত ছিল। আর শাহতাজের সঙ্গে আমার রসায়নটাও বেশ ভাল। এই প্রথম কলকাতার নির্মাতার নির্দেশনায় কাজ করছি। বেশ স্বাচ্ছন্দ্যে কাজ করছি বলা যায়। উনি শিল্পীদের মূল্য দিতে জানেন, এটা আমার কাছে অনেক ভাল লেগেছে। আর একটা বিষয়ে খুব অবাক হয়েছি,২/৩ ফুট উঁচু একটা জায়গা থেকে লাফ দেয়ার শটে আমার জন্য ডামি ম্যান রেখেছেন। অথচ এটা আমিই করতে পারি।’ ভবিষ্যত পরিকল্পনা কী? জোভান : আমি এখন অভিনয় করছি। আর অভিনয় নিয়ে থাকতে চাই। তিন বছর-পাঁচ বছর পর নিজেকে ভাল একজন অভিনেতা হিসেবে দেখতে চাই। ছোট পর্দায় এ জন্মের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও নাটক ও বিজ্ঞাপনেই বেশ পরিচিতি তার। অল্প সময়েই নজরকাড়া অভিনয় দিয়ে জোভান মন জয় করে নিয়েছেন দর্শকের। সমসাময়িক শিল্পীদের তুলনায় জোভানের জনপ্রিয়তাও একটু বেশি। একাধিক খ- নাটক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। সম্প্রতি তার ব্যস্ততা ও সমসাময়িক বিষয় নিয়ে কথা হয় আনন্দকণ্ঠের সঙ্গে। সাক্ষাতকার নিয়েছেন শাকিলুর রহমান।
×