ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মূলধন হারাবে গ্রীসের ব্যাংক

প্রকাশিত: ০৬:২৭, ৮ মে ২০১৮

মূলধন হারাবে গ্রীসের ব্যাংক

২০২০ সাল নাগাদ গ্রীসের বৃহত্তম ব্যাংকগুলো দেড় হাজার কোটি ইউরো মূলধন হারাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। আগস্টে ৮ হাজার ৬শ’ কোটি ইউরোর প্রণোদনা প্যাকেজ বন্ধ হয়ে গেলে ব্যাংকগুলোর মূলধন সঙ্কট এড়ানোর বিকল্প কোন উপায় নেই বলেও মনে করে ইসিবি। এর আগে এ্যাথেন্সের বেইলআউট প্রকল্প বন্ধ করে দেয়ার পর কোন কোন ব্যাংক সঙ্কটে পড়বে না বিষয়ে বৃহত্তম ব্যাংকগুলোর ওপর একটি পরীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, আলফা ব্যাংক আর ইউরো ব্যাংকের সঙ্কট থেকে উত্তরণের কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে সঙ্কটে পড়বে ন্যাশনাল ব্যাংক অব গ্রীস এবং পিরাউস ব্যাংক। এদিকে, ২০১৯ সাল নাগাদ ঋণ সাড়ে ৬ হাজার কোটি ইউরো কমিয়ে আনার লক্ষ্য রয়েছে তাদের। গেল ৮ বছর ধরে মন্দায় রয়েছে গ্রীসের অর্থনীতি। -অর্থনৈতিক রিপোর্টার
×