ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সীমানা জটিলতায় রুল জারি

গাজীপুর সিটি নির্বাচন তিন মাস স্থগিত করল হাইকোর্ট

প্রকাশিত: ০৫:৫৪, ৭ মে ২০১৮

গাজীপুর সিটি নির্বাচন তিন মাস স্থগিত করল হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রবিবার এ আদেশ দেন। একই সঙ্গে সাভারের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ মর্মে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে। রুলে গাজীপুর সিটি কর্পোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয় মৌজাকে অন্তর্ভুক্ত করা কেন বেআইনি হবে না- তা চার সপ্তাহের মধ্যে জানতে চেয়েছে হাইকোর্ট। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী বিএম ইলিয়াস কচি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি মোঃ মোখলেছুর রহমান। তিনি জানান, আদালত স্থগিতাদেশসহ রুল জারি করেছেন। এদিকে হাইকোর্টের স্থগিতাদেশের পর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদেশের পর এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘নির্বাচন স্থগিতের বিষয়ে যৌক্তিক কারণ থাকতে পারে। আইন অনুযায়ীই আদেশ হয়েছে।’ আদেশের কপি পাওয়ার পর আপীলের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।’ আদেশের পর ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাইকোর্টের স্থগিতাদের কারণে আগামী ১৫ মে গাজীপুর নির্বাচন হচ্ছে না। সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয় মৌজাকে অন্তর্ভুক্তি বৈধতা নিয়ে করা রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে রবিবার এ আদেশ দেয় আদালত। আদালতে রিট আবেদনটি দায়ের করেন সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন হবে ১৫ মে। ৫৭ সাধারণ ও ১৯ সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত। এখানে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫। গত ৪ মার্চ সিটি কর্পোরেশনের সীমানা নিয়ে গেজেট জারি হয়। যেখানে শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড়বাড়ী, ডোমনা, শিবরামপুর, পশ্চিম পানিশাইল, পানিশাইল ও ডোমনাগকে অন্তর্ভুক্ত করা হয়। রিটের পক্ষে আইনজীবী জানান, ২০১৩ সালে এ ছয় মৌজাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তখন বিষয়টি নিয়ে এবিএম আজহারুল ইসলাম সুরুজ আবেদন করেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহ্য না করায় হাইকোর্টে রিট করার পর আদালত আবেদনটি পুনর্বিবেচনা করতে নির্দেশ দেয়। এর মধ্যে ২০১৬ সালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। ওই নির্বাচনে এ ছয় মৌজা শিমুলিয়ার মধ্যেই ছিল। নির্বাচনে আজহারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। এখন আবার এ ছয় মৌজাকে সিটিতে অন্তর্ভুক্ত করা হয়। যেহেতু তিনি ছয়টি মৌজার ভোটেও নির্বাচিত হয়েছিলেন। তাই এ ছয় মৌজাকে সিটিতে অন্তর্ভুক্ত করার বৈধতা রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। গাজীপুর সিটি নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ ইসির ॥ হাইকোর্টের স্থগিতাদেশের পর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনা পুরোপুরি হাতে পাওয়ার পর ইসি পরবর্তী করণীয় ঠিক করবে। রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন। মাহবুব তালুকদার বলেন, গণমাধ্যমে প্রচারিত খবরে আমরা ইতোমধ্যে জানতে পেরেছি হাইকোর্ট গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছেন। এজন্য ইসির পক্ষ থেকে নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রাখতে সেখানকার রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, কী কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছে সেটি স্থানীয় সরকার বিভাগ নাকি কমিশনের ভুল তা এখনও জানতে না পারলেও আদালতের নির্দেশনার প্রতি সম্মান রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×