ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিস্ময়কর আঁকিয়ে

প্রকাশিত: ০৫:৩৭, ৭ মে ২০১৮

বিস্ময়কর আঁকিয়ে

বয়স মাত্র চার। এ বয়সেই ছবি এঁকে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিল সে। ছোট্ট শিশুর আঁকা একটি ছবি বিক্রি হলো দু’হাজার ডলারে। অদ্ভেদ কোলাকার। ভারতের পুনে রাজ্যের এই শিশু গোটা কানাডায় ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বের সব থেকে বড় ফাইন আর্টস ট্রেড শোতে তার ছবি মুগ্ধ করল হাজার হাজার মানুষকে। কানাডার সেন্ট জনস আর্ট সেন্টারে আয়োজিত প্রদর্শনীতে তার একটি ছবিই বিক্রি হয়েছে দু’হাজার ডলারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য এক লাখ ত্রিশ হাজার রুপী। অদ্ভেদের বাবা অমিত কোলারকার পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মা শ্রুতি কোলারকারও একজন চিত্রশিল্পী। তার কথায়, অদ্ভেদের বয়স যখন মাত্র এক বছর তখন হঠাৎই সে একদিন আকার ব্রাশ হাতে তুলে নেয়। এরপরই তিনি বলেন, ও শুধু রং নিয়ে খেলতই না, সব সময়ই কিছু না কিছু একটা বানানোর চেষ্টা করত। এমনকি ছোট থেকেই ওর রং মেলানোর জ্ঞান অসাধারণ। সন্তানের প্রথম ছবির প্রদর্শনীতেই এত বড় সাফল্য তাকে আবেগতাড়িত করেছে। শ্রুতি বলেন, আমরা চাই ও সারাজীবন এ রকমই ছবি এঁকে যাক। -ওয়েবসাইট অবলম্বনে
×