ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রতি কেন্দ্রে ফল ঘোষণা

সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি নেই ॥ খুলনায় সিইসি

প্রকাশিত: ০৫:৩৩, ৭ মে ২০১৮

 সিটি নির্বাচনে লেভেল  প্লেয়িং ফিল্ডের  ঘাটতি নেই ॥ খুলনায় সিইসি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কোন ঘাটতি দেখছি না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেন, ১৫ মে সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। শনিবার সকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন। বিএনপির দাবি করছে তাদের নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ অভিযোগ সঠিক নয়। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, সন্ত্রাসী, দাগী আসামি তাদের গ্রেফতার করছে পুলিশ। নির্বাচনে বিঘœ সৃষ্টি করতে পারে এমন ব্যক্তি ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশ অহেতুক কোন ব্যক্তিকে গ্রেফতার করবে না। পুলিশের শীর্ষ পদ এবং বিভিন্ন থানার ওসি বদলি করার বিএনপির দাবি সম্পর্কিত প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনে এখন পর্যন্ত পুলিশ তাদের দায়িত্ব পালনে কোন ব্যত্যয় ঘটায়নি। যে কারণে তাদের বদলির বিষয় নিয়ে ভাবা হচ্ছে না। অপর এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে নির্বাচন কমিশনের নির্দেশে পরিচালিত হচ্ছে। তাদের ওপর এখন সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। নির্বাচন চলাকালে প্রশাসনিক সকল কাজ চলবে নির্বাচন কমিশনের অধীনে। সরকারের এখানে কিছু করার নেই। সরকার নির্বাচনে হস্তক্ষেপ করছে না। সিইসি বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে এবং নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার সকল ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে খুলনা বিভাগের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এর আগে কেসিসি নির্বাচন উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় সিইসি কে এম নূরুল হুদা প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, নির্বাচন পরিচালনার কাজে কোন গাফিলতি ও পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কোন নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকেও তীক্ষè নজর রাখতে হবে। প্রতি কেন্দ্রে ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে ॥ এদিকে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে চমৎকার পরিবেশ রয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচনী আমেজ দেখে মনে হয়েছে সবকিছু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চলছে। জনগণের মধ্যে সহনশীলতা আছে। তবে ভবিষ্যতে কোন রকম অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে পৃথক পৃথকভাবে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। এ জন্য প্রত্যেক প্রার্থীর এজেন্টদের ভোটের ফলাফল বুঝে নিতে হবে। নির্বাচন পরিচালনার কাজে কোন গাফিলতি ও পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, নির্বাচনে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু তা যেন দ্বন্দ্বে রূপ না নেয়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা যেন হতাশায় পরিণত না হয় তার দায়িত্ব সকলের। তিনি বলেন, এই নির্বাচনে আমরা যে অভিজ্ঞতা, সাহসিকতা ও দক্ষতা অর্জন করব তা আমাদের জাতীয় নির্বাচনেও প্রতিফলিত হবে। রবিবার বিকেলে নগরীর সরকারী মহিলা কলেজ মিলনায়তনে কেসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় সিইসি এসব কথা বলেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ ইউনুচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।
×