ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে খনি ধসে ১৪ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৪৩, ৫ মে ২০১৮

মিয়ানমারে খনি  ধসে ১৪  শ্রমিকের মৃত্যু

মিয়ানমারে একটি জেড খনিতে বর্জ্যরে স্তূপ ধসে অন্তত ১৪ জন মারা গেছে। কাচিন প্রদেশের ওয়াই কা গ্রামে শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর ওয়েবসাইট। প্রাণে বেঁচে যাওয়া খনি শ্রমিক মিন নাউং বলেন, আমি অল্পের জন্য বেঁচে গেছি... মাটির স্তূপ ধসে পড়ে মানুষ মারা গেছে। এই খনিতেই ২০১৫ সালে বড় ধরনের ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। মিয়ানমার মূল্যবান রতœপাথর উৎপাদনকারী দেশগুলোর একটি। উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশ জেড পাথর খনির জন্য বিখ্যাত। জেড সবুজ রংয়ের প্রায়-স্বচ্ছ একটি পাথর। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভাল জেড পাথর পাওয়া যায়। দেশটির মোট জিডিপির প্রায় অর্ধেকই আসে জেড শিল্প থেকে। কিন্তু সেখানে খনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। যে কারণে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। কাচিনে ২০১৫ সালের নবেম্বরের দুর্ঘটনার পর সদ্য ক্ষমতায় আসা আউং সান সুচি নেতৃত্বাধীন বেসামরিক সরকার রতœশিল্পে কঠোর নজরদারির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
×