ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচন আজ

প্রকাশিত: ০৪:০৬, ৫ মে ২০১৮

গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচন আজ

স্টাফ রিপোর্টার ॥ ‘নাটক আমার শিল্পসংগ্রাম, মানবমুক্তির হিরণ¥য় হাতিয়ার’ প্রতিপাদ্যে ঢাকার শিল্পকলা একাডেমিতে শুক্রবার শুরু হয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২৩তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন। যশোরে ২০১৪ সালে অনুষ্ঠিত ২১তম দ্বিবার্ষিক সম্মেলনে ফেডারেশনের বর্তমান কমিটি নির্বাচিত হয়। সে সময় কমিটির মেয়াদ ২ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হয়। সে হিসেবে গত বছর ২২তম দ্বিবার্ষিক সম্মেলন হলেও নির্বাচন হয়নি। এদিন সকাল থেকে সরব হয়ে উঠেছিল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। ঢাকা ও ঢাকার বাইরের নাট্যকর্মীরা দলবেঁধে হাজির হয়ে জমিয়ে দিচ্ছিলেন আড্ডা। এবার নির্বাচনকে সামনে নিয়ে নাট্যজন এমএম মহশীনকে প্রধান করে চার সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে রয়েছেন দেব প্রসাদ দেবনাথ, তাপস সরকার ও আরহাম আলো। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট প্রদান করবেন ফেডারেশনভুক্ত নাট্যদলের প্রতিনিধিরা। এবার সম্মেলনে ফেডারেশনের ২৩৩ জন পূর্ণ সদস্য এবং ৫২ জন সহযোগী সদস্য ভোট প্রয়োগ করবেন। রাতেই ঘোষণা হবে ফলাফল। সভাপতি পদে নির্বাচন করছেন লিয়াকত আলী লাকী। একই পদে লড়ছেন সাবেক সেক্রেটারি জেনারেল নাট্যকেন্দ্রর ঝুনা চৌধুরী। সেক্রেটারি জেনারেল পদে লড়ছেন সময় নাট্যদলের আকতারুজ্জামান ও ঢাকা থিয়েটারের কামাল বায়েজিদ। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন চন্দন রেজা ও আহম্মেদ গিয়াস। অর্থ-সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মীর জাহিদ হাসান ও রফিক উল্লাহ সেলিম। একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে শুক্রবার সকালে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন ফেডারেশনের সাবেক চেয়ারম্যান নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ ও নাসির উদ্দীন ইউসুফ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবারের সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক বর্তমান সভাপতি শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব আকতারুজ্জামান। এ সময় প্রধান অতিথি স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরীসহ অতিথিরা নীলাকাশে বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন। দিনভর সাংগঠনিক অধিবেশন শেষে আজ শনিবার দিনভর তিন বছরের জন্য নতুন কমিটি গঠনের জন্য অনুষ্ঠিত হবে নির্বাচন। উদ্বোধনকালে শিরীন শারমিন চৌধুরী বলেন, স্বাধীনতা সংগ্রামসহ সব গণতান্ত্রিক আন্দোলনে নাটকের অবদান অনস্বীকার্য। স্বাধীনতা সংগ্রাম, স্বাধীকার ও ভাষা অন্দোলনের ইতিহাসকে ধারণ করে রচিত হয়েছে অনেক কাব্য, উপন্যাস ও নাটক। সে কারণে এদেশের নাটকের আবেদন ফুরিয়ে যায় না বরং নাটকে প্রতিফলিত হতে থাকে ঐতিহাসিক ও সমসাময়িক ঘটনাবলি। প্রতিবাদ ও পরিবর্তনের ভাষা হলো নাটক। নাট্যচর্চাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তিনি গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতি আহ্বান জানান। লিয়াকত আলী লাকী স্পীকার শিরীন শারমিন চৌধুরীকে ‘শিল্পবন্ধু’ উপাধি দেন। রামেন্দু মজুমদার বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশান জন্ম। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে আমরা অতীতে যেভাবে কথা বলেছি সেই প্রয়োজন এখনও ফুরিয়ে যায়নি। পাঠ্যপুস্তকে যেভাবে পরিবর্তন আনা হয়েছে তার বিরুদ্ধে আমরা যথাযথভাবে প্রতিবাদ করতে পারিনি। আমি এই সরকারকে অবশ্যই আমি সমর্থন করি। তবে যদি এই সরকার যদি কোন খারাপ কাজ করে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে। মামুনুর রশিদ বলেন, সারাদেশে সব জেলা ও উপজেলায় নাট্য মঞ্চ তৈরি করতে হবে। সেই সঙ্গে নাটকের উন্নয়নে নাটক রচনা, প্রযোজনা ও ভাবনারও উন্নয়ন ঘটাতে হবে। নাসির উদ্দীন ইউসুফ বলেন, নাট্যমঞ্চ দ্বিতীয় সংসদ। নাট্যমঞ্চে প্রতিদিন মানুষ, রাষ্ট্র, সমাজের সমস্যা নিয়ে কাজ করেন নাট্যকর্মী। দিনভর আয়োজনে সাংগঠনিক অধিবেশন ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
×