ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুইটারে ইঙ্গিত

উত্তর কোরিয়ায় আটক মার্কিনীদের মুক্তির বিষয়ে ট্রাম্প আশাবাদী

প্রকাশিত: ০৪:৩০, ৪ মে ২০১৮

উত্তর কোরিয়ায় আটক মার্কিনীদের মুক্তির বিষয়ে ট্রাম্প আশাবাদী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইঙ্গিত দিয়েছেন যে, উত্তর কোরিয়ায় আটক তিন মার্কিন নাগরিকের মুক্তির বিষয়ে বিশেষ অগ্রগতি হয়েছে। পরে বিভিন্ন সূত্র জানায়, জিম্মিরা খুব দ্রুতই মুক্তি পাবেন।- এএফপি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের প্রস্তুতি শুরু হওয়ার প্রেক্ষাপটে এই মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেন ট্রাম্প। ট্রাম্প টুইটারে জানান, আগের প্রশাসন দীর্ঘ সময় ধরে তিনজন মার্কিন নাগরিককে উত্তর কোরিয়ার শ্রমিক শিবির থেকে মুক্তির বিষয়ে বলেছিল। তবে তাতে কোন লাভ হয়নি। সঙ্গে থাকুন। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার কাছে কিম হাক-সং, কিম সাং-ডুক ও কিম ডং-চুলের মুক্তির দাবি জানিয়েছে। উভয়পক্ষই মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার অধিকারকর্মী চৌই সাং-রাইওং জানান, জিম্মি হিসেবে আটক মার্কিন নাগরিকরা বর্তমানে পিয়ংইয়ংয়ের বাইরে একটি হোটেলে অবস্থান করছেন। তবে তাদেরকে আলাদাভাবে রাখা হয়েছে। তারা সেখানে বিভিন্ন স্থান ঘুরে দেখছেন, চিকিৎসা সেবা গ্রহণ করছেন ও ভাল খাবার খাচ্ছেন। পিয়ংইয়ংয়ের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, তিন জিম্মির অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের গুজব রয়েছে। কিন্তু তাদের প্রকৃত অবস্থান কোথায় সে বিষয়ে নিশ্চিত কোন খবর নেই। মার্কিন পররাষ্ট্র বিভাগও জিম্মিদের সম্পর্কে নিশ্চিত কোন খবর দিতে পারেনি। পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, আমরা মার্কিন নাগরিক যারা উত্তর কোরিয়ায় আটক রয়েছেন তাদের বিষয়ে কাজ করে যাচ্ছি। যত দ্রুত সম্ভব তারা নিজ দেশে ফিরে যাবেন। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী সম্প্রসারণের প্রেক্ষিতে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছিল। তিনজন মার্কিন নাগরিকের মধ্যে দুজনকে ২০১৭ সাল থেকে জিম্মি হিসেবে আটক রাখা হয়েছে। তারপরই ট্রাম্প ক্ষমতাসীন হয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত মাসে যখন পিয়ংইয়ং সফরে যান তখন জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন রবিবার ফক্স নিউজকে বলেন, জিম্মিদের মুক্তির বিষয়টি উত্তর কোরিয়ার জন্য একটি বিশ্বাসযোগ্যতা প্রদর্শনের সুযোগ। কিম ডং-চুল দক্ষিণ কোরিয়ায় জন্ম নেয়া একজন মার্কিন যাজক। তিনি ২০১৫ সাল থেকে উত্তর কোরিয়ায় আটক রয়েছেন। তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়। পরে তাকে ২০১৬ সালে কঠোর পরিশ্রমসহ ১০ বছরের কারাদ- দেয়া হয়েছে। কিম হাক-সং ও কিম সাং-ডুক ওরফে টনি কিম উভয়েই পিয়ংইয়ং ইউনিভার্সিটি অব সাইন্স এ্যান্ড টেকনোলজিতে কাজ করতেন। তারা সেখানে খ্রীস্টান ধর্ম প্রচারের কাজ করতেন। গত বছর যখন তাদের আটক করা হয় তখন তাদের বিরুদ্ধে সন্দেহমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ আনা হয়। সিএনএন জানায়, জিম্মিদের মুক্তির বিষয়ে মার্চ মাসে স্টকহোমে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো ও সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রামের তিনদিনের সংলাপে আলোচনা করা হয়। সুইডেন উত্তর কোরিয়ায় ওয়াশিংটনের স্বার্থে কাজ করছে।
×