ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধ্রুব হাসান

ডিজে আভিসির জীবনাবসান

প্রকাশিত: ০৬:৩৩, ৩ মে ২০১৮

ডিজে আভিসির জীবনাবসান

আসল নাম টিম বার্গলিং। তবে সবাই আভিসি নামেই তাঁকে চিনত। সুইডিশ এই ডিজে ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডান্স মিউজিক তারকাদের মধ্যে অন্যতম। দুবার এমটিভি এ্যাওয়ার্ড বিজয়ী, এবং দুবার গ্র্যামি এ্যাওয়ার্ডের জন্যও মনোনীত ডিজে আভিসি। ইলেক্ট্রনিক ডান্স মিউজিক- (ইডিএম)এর অন্যতম পথিকৃৎ তিনি। মাত্র এক রাতেই আড়াই লাখ ডলার আয়ের রেকর্ডও রয়েছে এই তারকার। ‘ওয়েক মি আপ’ ‘লেভেলস’, ‘লোনলি টুগেদার’ সহ বহু জনপ্রিয় গান তাঁরই তৈরি। সুইডেনের এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী গত ২০ এপ্রিল ওমানের রাজধানী মাস কাটে পরলোক গমন করেন। মাত্র ২৮ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আভিসির মুখপাত্র। বিশ্বের বিভিন্ন দেশে সঙ্গীত পরিবেশন করে শ্র্র্র্রোতাদের মাতিয়েছেন আভিসি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল গান ‘উই উইল ফাইন্ড এ্যা ওয়ে’তে কার্লোস সান্ত¡ানা ও ওয়াইক্লেফ জিনের সঙ্গে কাজ করেছেন আভিসি। ম্যাডোনা, কোল্ডপ্লে­ব্যান্ডসহ বিখ্যাত তারকাদের সঙ্গে গান করেছেন তিনি। কয়েকদিন আগে নিজের ইপি ‘আভিসি (০১)’-এর সুবাদে বিলবোর্ড মিউজিক এ্যাওয়ার্ডে টপ ডান্স/ইলেক্ট্রনিক এ্যালবাম বিভাগে মনোনয়ন পান আভিসি। গত বছর মুক্তি পায় তাকে নিয়ে বানানো প্রামাণ্যচিত্র ‘আভিসি: ট্রু স্টোরিস’। ২০১৬ সালে ফোর্বস ম্যাগাজিনের হিসাবে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ডিজে তালিকায় ১২ নম্বরে স্থান পান তিনি। ২০১৫ সালে তার আয় হয়েছিল এক কোটি ৪৫ লাখ ডলার। এর আগে অতিরিক্ত মদ্যপানের কারণে প্যানক্রিয়েটাইটিসে ভুগেছেন আভিসি। এ কারণে ২০১২ সালে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। ২০১৪ সালে গলব্লাডার ও এ্যাপেন্ডিক্স অপসারণের পর সুস্থ হয়ে ওঠার জন্য বেশকিছু অনুষ্ঠান বাতিল করেন তিনি। ২০১৬ সালে কনসার্ট থেকে দূরে সরে যান এই তারকা। গত বছর নিজের ওয়েবসাইটে আভিসি লিখেছিলেন, ‘এবার সময় শ্রোতাদের জন্য আমার ভালবাসাকে তুলে ধরার। এটি নতুন কিছুর শুরু। গত শনিবার আভিসির মুখপাত্র ডায়ানা ব্যারন এক বিবৃতিতে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, টিম বার্গলিং ওরফে আভিসি আর আমাদের মাঝে নেই। তার পরিবার পুরোপুরি ভেঙে পড়েছে। এই কঠিন সময়ে তাদের নিজেদের মতো থাকা প্রয়োজন। এটাকে ইতিবাচকভাবে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানাই।’ আভিসির মৃত্যুতে শোকাহত সঙ্গীত তারকারা। পপসম্রাজ্ঞী ম্যাডোনা টুইটারে লিখেছেন, ‘খুব দুঃখের, খুব বেদনার খবর। বিদায় প্রিয় টিম। অকালে চলে গেলে।’ অন্যদের মধ্যে শোক প্রকাশ করেছেন ব্রিটিশ ডিজে ক্যালভিন হ্যারিস, ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্য লিয়াম পাইন, গায়িকা দুয়া লিপা, মার্কিন ব্যান্ড ইমাজিন ড্রাগন্স, গায়ক এ্যাডাম ল্যাম্বার্ট। শোকাহত আলিয়া ভাট, সোনম কাপুর, আথিয়া শেঠি, আরমান মালিক, রানা দাগ্গাবাতিসহ বলিউড তারকারাও।
×