ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মে দিবসের আলোচনায় এরশাদ

চাকরির বদলে ঘরে ঘরে এখন ইয়াবা, মাদকে টালমাটাল দেশ

প্রকাশিত: ০৫:২২, ৩ মে ২০১৮

 চাকরির বদলে ঘরে ঘরে এখন ইয়াবা, মাদকে টালমাটাল দেশ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে বেকারেরসংখ্যা ৬ কোটি। প্রধানমন্ত্রী বলেছেন, জনসংখ্যাকে নাকি জনসম্পদে রূপ দেবেন। কিন্তু এই বৃহৎ জনসংখ্যা জনসম্পদে নয়, নেশাগ্রস্ত হচ্ছে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, শুনেছিলাম ঘরে ঘরে নাকি চাকরি দেয়া হবে, হয়নি। এখন ঘরে ঘরে ইয়াবা। ডিজিটাল দেশ গড়ার কথা। দেশ এখন মাদকে টালমাটাল। মঙ্গলবার মহান মে দিবস উপলক্ষে কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় শ্রমিক পার্টির সভাপতি একেএম আশরাফুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিরোধী দলীয় নেতা জাপার কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, শেখ মোঃ শান্ত ও আব্দুল আজিজ প্রমুখ। সমাবেশে এরশাদ সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, সরকার দলীয় মধ্যম সারির এক নেতা বলেছেন ‘আমি নাকি কখন কি বলি তার ঠিক নেই’। এরশাদ তো বেঁচে আছে, আর আমার জন্য আপনারা বেঁচে আছেন। তিনবার এই এরশাদের জন্যই ক্ষমতার স্বাদ পেয়েছেন। এবারও আমার আশায় আছেন। কিন্তু ভবিষ্যত বহু দূর। আমার সম্পর্কে মেপে কথা বলবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সাবেক এই রাত্রপতি। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, পত্রিকা খুললেই দেখি বেগম জিয়া অসুস্থ। তাতে ইউনাইটেডে চিকিৎসার দাবি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তারেকের নাগরিকত্ব নেই, নির্বাচন অনিশ্চিত। সবকিছুই অনিশ্চিত। এ অবস্থার মধ্যেই জাতীয় পার্টি এগিয়ে চলছে। জাপা চেয়ারম্যান বলেন, নারী সমাজের আজ করুণ দশা। নারীর ক্ষমতায়ন শুধু ঘরের মাঝেই। আর কোথাও নেই। শুধু মৃত্যু, আর নারী ও শিশু ধর্ষণ। নারী এতো নিষ্পেষিত তা বলে শেষ করা যাবে না। দেশটা অধঃপতনে গেছে। কারণ দেশে সুশাসনের অভাব। সম্প্রতি প্রধানমন্ত্রীর মাদার অব হিউম্যানিটি প্রসঙ্গে তিনি বলেন, একটি রোহিঙ্গাও নিজ দেশে ফেরত পাঠানো যায়নি। আমরা কূটনৈতিকভাবে ব্যর্থ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের হাতে আজ কিছু নেই। গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, শান্তি নেই, নিরাপত্তা নেই, বেঁচে থাকার অধিকার নেই। আছে শুধু শৃঙ্খল। আর এ শৃঙ্খল ভাঙ্গতে হবে। রাজধানীতে জাপার বর্ণাঢ্য র‌্যালি ॥ মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি। মুক্তাঙ্গন থেকে শুরু হওয়া র‌্যালিটি পল্টন হয়ে কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জাপা কেন্দ্রীয় নেতা সুজন দে এবং ইব্রাহীম খানের নেতৃত্বে কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়। দুটি দলের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, শুধু বেঁচে থাকার জন্য তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা ১২ ঘণ্টা কাজ করে, কিন্তু কেউ খবর রাখেনা কাজ শেষে শ্রমিকরা কোথায় থাকে, কিভাবে থাকে। জাতীয় পার্টিই শ্রমিকবান্ধব সরকার গঠন করবে। এজন্য সাধারণ মানুষের সঙ্গে শ্রমিক ও মেহনতি মানুষের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান এরশাদ। দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি প্রদান করা সকলেরই নৈতিক দায়িত্ব ও কর্তব্য। দীর্ঘদিন পেরিয়ে গেলেও শ্রমিক প্রত্যাশা পূরণ হয়নি। আজকে শ্রমিকরা হয়তো জানে না জাতীয় পার্টির উন্নয়নের কথা। এই গাবতলী বাস টার্মিনাল, মহাখালী টার্মিনাল, সায়েদাবাদ, জাতীয় পার্টির সরকারের আমলেই করেছিলাম। এই গাবতলী বেড়িবাঁধ এরশাদ সরকারের আমলেই হয়েছিল। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে শ্রমিকদের প্রত্যাশা পূরণের জন্য একটি ট্রেনিং সেন্টার, চিকিৎসার জন্য হসপিটাল করব।
×